বিটিসিতে বিজ্ঞান মেলা: অটোমেটিং ওয়াটার ফিল্টারিং, পদ্মা সেতু এবং সিম্পল এয়ারকন্ডিশনার সহ ২৫ টি প্রজেক্ট

বিটিসিতে বিজ্ঞান মেলা:  অটোমেটিক  ওয়াটার ফিল্টার, পদ্মা সেতু এবং সিম্পল এয়ারকন্ডিশনার সহ ২৫ টি প্রজেক্ট

আজ বিটিসিতে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো বিটিসি বিজ্ঞান মেলা। বিটিসি সাইন্স এন্ড টেকনোলজি ক্লাবের আয়োজনে ন্যাচারাল সাইন্স ল্যাবে এ মেলার উদ্ধোধন করেন কলেজের চেয়্যারমান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির। তিনি মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্টের সুবিধা অসুবিধা জানতে চান।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা, সহকারী রেজিস্ট্রার নাজমুল আলম, সহকারী রেজিস্ট্রার, ক্লাব সভাপতি প্রকৌশলী মোঃ শাহিন আক্তার, টেক্সটাইল বিভাগের প্রধান প্রকৌশলী প্রদ্যুত মল্লিক, কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী জি, এম, ইসরাফীল ইসলাম,  ন্যাচারাল সায়েন্স ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইমরান শেখ, ক্লাব সচিব মোঃ মাহাবুব হোসেন, ছাত্র কল্যাণ অফিসার শেখ শহীদুল হক প্রমুখ। সেরা তিনটা প্রজেক্ট ছিল অটোমেটিক  ওয়াটার ফিল্টার, পদ্মা সেতু এবং সিম্পল এয়ারকন্ডিশনার। এ প্রজেক্ট তিনটার জন্য ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ইলেকট্রিক্যাল ৬ষ্ট পর্বের মোঃ সুমন, কম্পিউটার ২য় পর্বের হোসেন চৌধুরি সবুজ এবং টেক্সটাইল ২য় পর্বের মোঃ আশিক মিয়া। বিজ্ঞান মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী রেজিস্ট্রার নাজমুল আলম, প্রভাষক মোঃ রেজাউল করিম এবং পরীক্ষা নিয়ন্ত্রক বুলবুল আহমেদ। ফলাফল সমন্বয়ের দায়িত্ব পালন করেন জুনিয়র প্রভাষক মোঃ আজম আলি।

মেলায় স্থান পাওয়া অন্যান্য প্রজেক্ট গুলোর মধ্যে ছিল এএআরআর শীপ, হ্যান্ড ড্রাইভিং শকস মেশিন, পার্টি লাইটিং, লিকুইড লেবেল ইন্ডিকেটর, ম্যাগনোটিক ফিল্ড পিরিপারেশন, ডিসি টু এসি কনভার্সন, ব্রিজ, ট্রাফিক সিগন্যাল, ওয়াটার পাম্প, কেমিক্যাল ক্যালার চেঞ্জ, নিউ মার্কেট ট্রাফিক সিস্টেম,এসি টু ডিসি লেড লাইট ওয়ারলেস চার্জার, হাইজ লাইট সোলার সিস্টেম প্রভৃতি।

DSC00005 DSC00010 DSC00014 DSC00015 DSC00016 DSC00019 DSC00020 DSC00024 DSC00028 DSC00030 DSC00032 DSC00035 DSC00036 DSC00002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *