বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “উন্নত দেশে পদাপর্নের একমাত্র হাতিয়ার কারিগরি শিক্ষা”।

ক্লাব সভাপতি প্রকৌশলী চিন্ময় মজুমদারের সভাপতিত্বে ও  জাহিদুল ইসলাম জাদুর উপস্থাপনায়  অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা। এসময় ক্লাব সচিব আজম আলিসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।অত্যন্ত প্রাণবন্ত এ প্রতিযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে । এ বিতর্ক  প্রতিযোগিতায় পক্ষ দল চাম্পিয়ন হয় । চাম্পিয়ন দলের সদস্যরা হলেন যথাক্রমে মোঃ আরাফাত হোসেন, মোঃ আফ্রিদি হোসেন এবং হোসেন চৌধুরি সবুজ । বিজিত দলের সদস্যরা হলেন যথাক্রমে মোঃ কিফাতউল্লাহ, আশিক মিয়া এবং সামিনা তাসনিম। ।চাম্পিয়ন দলের মোঃ আরাফাত হোসেন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী রেজিস্ট্রার মোঃ নাজমুল আলম, প্রভাষক মোঃ রেজাউল করিম এবং সহকারী রেজিস্ট্রার  নাজমুন্নাহার। উক্ত বিতর্ক প্রতিযোগিতায়  ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী জি এম ইসরাফীল ইসলাম।

DSC00004 DSC00006 DSC00012 DSC00013 DSC00017 DSC00020 DSC00021 DSC00026 DSC00028 DSC00036 DSC00040 DSC00046 DSC00055 DSC00063 DSC00068 DSC00070 DSC00008