বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম যাদুর সভাপতিত্বে ও ক্লাব সচিব শান্তা ইসলাম পলির প্রাণবন্ত উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম যাদু। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মেহেদী হাসান, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মোঃ কিফাতুল্লা ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের শ্রাবনী আক্তার শিমু। সঙ্গীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের জি.এম. সালমান মোস্তফা, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মেহেদী হাসান ও উম্মে তামান্না। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মোঃ হোসেন চৌধুরি সবুজ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৩য পর্বের মোঃ আশিক মিয়া ও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের রাকিব হাসান।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনাব ইমরান শেখ, জনাব নাজমুল আলম ও নাজমুন নাহার। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম, জনাব বুলবুল আহমেদ ও জনাব মোঃ মাহবুব হুসাইন । অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মামুদুল হাসান, জনাব মোঃ রেজাউল করিম ও জনাব ভগিরত কুমার পাল।

ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন যৌথভাবে জনাব ভগিরত কুমার পাল এবং জনাব মোঃ রফিকুল হাসান।

DSC00483 DSC00485 DSC00488 DSC00510 DSC00514 DSC00551 DSC00552 DSC00554 DSC00556 DSC00557 DSC00558 DSC00559 DSC00560 DSC00561 DSC00562 DSC00564

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *