বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাব সচিব মো. জাফর ইকবাল এর প্রাণবন্ত উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি মো. আবু হুরায়রা পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম । কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের তনিমা তাসমিন তন্নী, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মোঃ হোসেন চৌধুরী সবুজ ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের তৌহিদুজ্জামান অপি। সঙ্গীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের আমিনা আইরিন নাহার, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের জি.এম সালমান ও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের উম্মে তামান্না। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের তনিমা তাসমিন তন্নী, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের আব্দুল্লাহ আল রাফিম ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মো: হোসেন চৌধুরী সবুজ। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনাব নাজমুল আলম, আইনুন নাহার ও প্রকৌশলী চিন্ময় মজুমদার। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অমিত কুমার মল্লিক, প্রকৃতি মজুমদার ও মাহাবুব হোসাইন। অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান, হাসিবুর রহমান ও সাঈদ বিন রহমান। ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. মাসুদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো: জাফর ইকবাল।

 

5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *