Category Archives: News

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনকে স্মরণীয় রাখতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ র‌্যালি করে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ অর্পণ করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর ও বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং  বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে বিসিএমসি হলরুমে জাতির জনক ও তাদের পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়ুয়া ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আফজাল হোসেন।

সর্বশেষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

1 2 3 5 6 31 32 33 35 38 39 40 41 42

 

নিজস্ব শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা, বাংলাদেশ, ৫২, ৭১ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মত মৌলিক চেতনাগুলোর সাথে কোন সমঝতা বা আপোষ চলবে না। এসব চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একদিন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।

বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোস্যাল সাইন্স ফ্যাকাল্টি প্রধান অধ্যাপক মো. সারাফাত হোসেন, বিটিসি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরাইরা, বিসিএমসি’র মেডিটেশন ইন্সট্রাকটর মুরাদ ইলাহী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএমসি’র টেক্সটাইল ৪র্থ পর্বের আসিফ ইকবাল, বিটিসির কম্পিউটার ২য় পর্বের তন্নিমা তছনিম তন্নি , বিসিএমসি’র কম্পিউটার ২য় পর্বের লাইছা খাতুন ও বিটিসি টেক্সটাইল ৪র্থ পর্বের আশিক মিয়া।

সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি শহীদ মিনারে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের পক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। এ সময় তাদের সাথে ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. সারাফাত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ইমতিয়াজ আহমেদ, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি হেড অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়ুয়া , বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট এর হেড সহকারী অধ্যাপক মো. হাসানুজ্জামান। লাইব্রেরিয়ান আব্দুল জব্বার ও শিক্ষার্থীরা। পরে বিসিএমসি শহীদ মিনারে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও কলেজটির পরিচালক প্রকৌশলী এস এম রেজাউল কবীর, কলেজের অধ্যক্ষ মো. আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হুরায়রাসহ সকল বিভাগীয় প্রধান এবং সকল শিক্ষক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এছাড়াও বিসিএমসি কলেজের সিভিল এন্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী আইউব আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়ুয়ার নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ; ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন, মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান লেকচারার মো. নাজমুল আলম এর নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ; কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রকৌশলী শাহিন আক্তারের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ; গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান লেকচারার প্রকৌশলী মো. কাজী জাকারিয়া আহমেদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ন্যাচারাল সাইন্স এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দ কামরুল হাসান এর নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ও মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কাজী মো. আজিজুল হক এর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের ক্যাজুয়াল হেড আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন।

পরে বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। আলোচনায় শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম যাদু।

আলোচনা শুরুর পূর্বে দেয়াল পত্রিকা ‘মনন’ এর ৪৫তম সংখ্যার মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জীবনের জন্য বাংলা ও জীবিকার জন্য ইংরেজি’। এ বিষয়ে রচনা লিখে বিসিএমসি’র ইলেকিট্রিক্যাল ৬ষ্ঠ পর্বের মো. শাকিবুর রহমান ১ম, টেক্সটাইল ৪র্থ পর্বের শেখ আব্দুর জাহিদ ২য় ও কম্পিউটার ২য় পর্বের সুমাইয়া আফরোজ লিজা ৩য় স্থান লাভ করেন। বিটিসি’র রচনার বিষয় ছিল ‘রক্তাক্ত বর্ণমালা স্বর্ণোজ্জ্বল ইতিহাস’। এ বিষেয় ১ম হন কম্পিউটার ৪র্থ পর্বের মো. হোসেন চৌধুরি সবুজ, ২য় সিভিল ৪র্থ পর্বের মো. রাকিব হাসান ও ৩য় সিভিল ৪র্থ পর্বের মো. মেহেদী হাসান পান্না।

40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58

অটোমেশনের আওতায় বিটিসি ও বিসিএমসি কলেজ

ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের শীর্ষধাপে পদার্পণ করেছে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়। এখন থেকে নিজস্ব সফটওয়ার ব্যবহারে হাজিরা, ক্লাস, নম্বর প্রদান ও বেতনাদি সংগ্রহসহ যাবতীয় কর্যক্রম পরিচালিত হবে অটোমেশনের মাধ্যমে। ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার বিসিএমসি হল রুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রধান অতিথির সহোদর নিউওয়ার্ক পুলিশের আইটি বিভাগের কিউ এ ইঞ্জিনিয়ার প্রকৌশলী সাঈদ মো. একরামুল কবীর। সভাপতিত্ব করেন আর এক সহোদর বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন আগামীর বাংলাদেশে আইটিকে ভালোবাসতে হবে আইটির সাথেই বসবাস করতে হবে। অটোমেশনে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। কাজ হয় সহজ ও সময় সাশ্রয়ী। প্রযুক্তির উৎকর্ষের যুগে ল্যাপটপ ছাড়া মানুষ কল্পনা করা যায় না।

উদ্বোধন শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাব্যিালয়ের শিক্ষক কর্মকর্তাদের দুটি টেকনিক্যাল সেশন পরিচালিত হয়। সেশন দুটিতে আইটি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর ব্রাঞ্চ ম্যানেজার মো. মোতাহারুজ্জামান ও বিসিএমসি লেকচারার প্রকৌশলী শামীম রেজা। সেশন দুটিতে নতুন এ সফটওয়ার সম্পর্কে বলা হয় এত বৃহৎ আকারের ইএমএস সফটওয়ারের ব্যবহার দেশ বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম। অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয় ও সফটওয়ারের খুটিনাটি আলোচিত হয়।
50236800_2162997837099842_4420324484993515520_o 50104950_2162997977099828_5276760750730248192_o 50428376_2162997497099876_8181529630746869760_o 50454657_2162997923766500_7669670271816564736_o 50182968_2162997930433166_2769138167905779712_o 50229504_2162997717099854_6072128379723710464_o 50467882_2162997490433210_593906454193242112_n 50600980_2162998017099824_8204898049588199424_o 50771865_2162997707099855_7605023673912655872_o 50089387_2162997657099860_2384750805505802240_o 50271997_2162997457099880_2706248052712144896_o

বিসিএমসি ও বিটিসির বিজয় দিবস উদযাপন

জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ বিটিসি’র যৌথ উদ্যোগে উদযাপিত হলো ৪৮তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন।

সহাকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শি নেতৃত্বে পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙ্গালি পেয়েছে রক্তস্নাত বিজয় দিবস। এ দিবসে আমাদের শপথ হওয়া উচিৎ রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার। তিনি আরো বলেন স্বাধীনতার পক্ষের বিপক্ষের নামে জাতি কার্যত দুভাগে বিভক্ত। স্বাধীনতার পক্ষের শক্তিরা দেশের উন্নয়ন চায়, আর বিপক্ষের শক্তিরা পেছনে টানে। কাজেই তরুণদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষে যাবে।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, বিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক আবু হুরায়রা, প্রভাষক প্রকৌশলী মো. নাজমুল আলম ও প্রভাষক মো. ইমরান শেখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএমসি’র টেক্সটাইল ৭ম পর্বের মো. রায়হানুল ইসলাম, কম্পিউটার ১ম পর্বের এস এম সামসুল আমিন মেরাজ, সিভিল ১ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের সিভিল ৩য় পর্বের মো. আরাফাত এবং টেক্সাটাইল ৩য় পর্বের মো. আসিফ আক্তার।

আলোচনা শুরুর পূর্বে বিসিএমসি ম্যাগাজিন ক্লাব প্রকাশিত বাংলা দেয়াল পত্রিকা মনন ও ইংরেজি দেয়াল পত্রিকা প্যানোরমার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এছাড়াও বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব আয়োজিত উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের চেতনা শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সিভিল ৩য় পর্বের শেখ আব্দুর জাহিদ, সিভিল ১ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা ও ইলেকট্রনিক্স ৫ম পর্বের জুবায়ের; বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব আয়োজিত ৭১ এর চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সিভিল ৩য় পর্বের মো. মেহেদী হাসান, কম্পিউটার ৩য় পর্বের মো হোসেন চৌধুরি সবুজ ও সিভিল ৩য় পর্বের রাকিব হোসেনকে পুরস্কৃত করা হয়।

এর আগে সূর্য্যোদয়ের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, পরে স্ব স্ব কলেজ ক্যাম্পাস থেকে বিজয় র‌্যালি বের হয়। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ক্যাডেট কোর ও ব্যান্ডপার্টির সদস্যদের অংশগ্রহণ র‌্যালিতে ভিন্নমাত্রা যোগ করে। র‌্যালিটি বিজয় স্মৃতিস্মম্ভে যেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বিসিএমসি হল রুমে আলোচনায় মিলিত হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

DSC00733 DSC00728 DSC00737 DSC00672 DSC00674 DSC00681 DSC00683 DSC00689 DSC00691 DSC00692 DSC00701 DSC00718 DSC00721 DSC00706

বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, “শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাব সেই দক্ষতা অর্জনের সহায়ক। শিক্ষার্থীরা মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তোলে”।

২৮ নভেম্বর ২০১৮ সকালে বিটিসি’র হলরুমে বৃত্তি প্রদান ও বিভিন্ন ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, সনদ প্রদানের সময় তিনি এ সব কথা বলেন। চলতি সেমিস্টারে বিটিসি’র শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরাইরা, কম্পিউটার বিভাগীয় প্রধান প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম । পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ৩য় পর্বের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন ও টেক্সটাইল ৩য় পর্বের শিক্ষার্থী মোঃ আশিক মিয়া। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান । প্রাণবন্ত এ অনুষ্ঠান উপস্থাপনা করেন বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম যাদু ও ক্লাব সচিব শান্তা ইসলাম পলি।

সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

DSC00578 DSC00581 DSC00586 DSC00585 DSC00587 DSC00594 DSC00596 DSC00611 DSC00614 DSC00617 DSC00619 DSC00621 DSC00623 DSC00625 DSC00632 DSC00569 DSC00570

বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম যাদুর সভাপতিত্বে ও ক্লাব সচিব শান্তা ইসলাম পলির প্রাণবন্ত উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম যাদু। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মেহেদী হাসান, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মোঃ কিফাতুল্লা ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের শ্রাবনী আক্তার শিমু। সঙ্গীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের জি.এম. সালমান মোস্তফা, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মেহেদী হাসান ও উম্মে তামান্না। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের মোঃ হোসেন চৌধুরি সবুজ, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৩য পর্বের মোঃ আশিক মিয়া ও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের রাকিব হাসান।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনাব ইমরান শেখ, জনাব নাজমুল আলম ও নাজমুন নাহার। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম, জনাব বুলবুল আহমেদ ও জনাব মোঃ মাহবুব হুসাইন । অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মামুদুল হাসান, জনাব মোঃ রেজাউল করিম ও জনাব ভগিরত কুমার পাল।

ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন যৌথভাবে জনাব ভগিরত কুমার পাল এবং জনাব মোঃ রফিকুল হাসান।

DSC00483 DSC00485 DSC00488 DSC00510 DSC00514 DSC00551 DSC00552 DSC00554 DSC00556 DSC00557 DSC00558 DSC00559 DSC00560 DSC00561 DSC00562 DSC00564

বিটিসিতে বিজ্ঞান মেলা: স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম এবং হাইড্রোলিক ব্রিজ সহ ২৫ টি প্রজেক্ট

আজ বিকাল ৩টায় বিটিসিতে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো বিটিসি বিজ্ঞান মেলা। বিটিসি সাইন্স এন্ড টেকনোলজি ক্লাবের আয়োজনে ড্রয়িং ল্যাবে এ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আশরাফুল কবির। তিনি মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্টের সুবিধা অসুবিধা জানতে চান।

এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা, সহকারী রেজিস্ট্রার নাজমুন্নাহার, ক্লাব সচিব মোঃ মাহাবুব হোসেন, ছাত্র কল্যাণ অফিসার শেখ শহীদুল হক প্রমুখ। সেরা পাঁচটি প্রজেক্ট ছিল স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম , হাইড্রোলিক ব্রিজ, ওয়ার্কিং রোবট এবং ড্রিম কটেজ । এ প্রজেক্ট পাঁচটির জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান অধিকার করেন যথাক্রমে ইলেকট্রিক্যাল ১ম পর্বের মোহাম্মদ আলী , ইলেকট্রিক্যাল ৭ম পর্বের মোঃ সুমন , সিভিল ৫ম পর্বের মোঃ ফেরদৌস, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের ইবরাহীম এবং সিভিল ৭ম পর্বের অজুফা খাতুন । প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মেলায় স্থান পাওয়া অন্যান্য প্রজেক্ট গুলোর মধ্যে ছিল আর্থকুইক রেগুলেটর ইকুয়েম্মেন্ট, কপোতাক্ষ হাউস, জেনারেল ব্রিজ, নিউ এটিএম, আইফেল টাউয়ার, লিকুইড লেবেল ইন্ডিকেটর, ম্যাগনোটিক ফিল্ড পিরিপারেশন, ডিসি টু এসি কনভার্সন, ব্রিজ, ট্রাফিক সিগন্যাল, ওয়াটার পাম্প, কেমিক্যাল ক্যালার চেঞ্জ, নিউ মার্কেট ট্রাফিক সিস্টেম,এসি টু ডিসি লেড লাইট ওয়ারলেস চার্জার প্রভৃতি।

DSC00381 DSC00382 DSC00386 DSC00391 DSC00406 DSC00459 DSC00460 DSC00462 DSC00464 DSC00466

বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ ২২ নভেম্বর ২০১৮ সকালে বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “দুর্নীতিই উন্নয়নের অন্তরায়”।

ক্লাব সভাপতি প্রকৌশলী চিন্ময় মজুমদারের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম যাদুর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন। এসময় ক্লাব সচিব আজম আলি সহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত এ প্রতিযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে। এ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল চাম্পিয়ন হয়। চাম্পিয়ন দলের সদস্যরা হলেন কম্পিউটার ৩য় পর্বের মোঃ হোসেন চৌধুরি সবুজ, ইলেকট্রিক্যাল ৩য় পর্বের মোঃ আব্দুল আহাদ ও সিভিল ৩য় পর্বের মোঃ আরাফাত হোসেন (দলনেতা)। বিজিত দলের সদস্যরা হলেন যথাক্রমে কম্পিউটার ১ম পর্বের সাদিয়া সিদ্দিকি দৃষ্টি, টেক্সটাইল ৩য় পর্বের সামিনা তাসনিম ও আশিক মিয়া (দলনেতা)। চাম্পিয়ন দলের মোঃ আরাফাত হোসেন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম, প্রকৌশলী মাহমুদ হাসান মিরু ও জনাব মোঃ মাহবুব হোসেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ রেজাউল করিম।

46499120_2261908354030437_577560367010414592_n 46503662_2261909034030369_6005075509212348416_n 46521299_2261908540697085_5039393778184486912_n 46522615_2261908914030381_8646467481285689344_o 46526055_2261909354030337_9040765326102364160_n 46705502_2261909130697026_6694608306444435456_o46501504_2261908804030392_3654651796028129280_n 46523870_2261909290697010_6363464987893039104_n 46692415_2261909060697033_4900280792489394176_n

বিটিসিতে আন্তঃ বিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটিসি কুইজ ক্লাব এর আয়োজনে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিটিসি হলরুমে অনুষ্ঠিত এই আজ এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন।

ক্লাব সভাপতি মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাছাই পর্ব থেকে উঠে আসা ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ । বিজয়ী দলের সদস্যরা হলেন ৫ম পর্বের মোঃ মেহেদী হাসান, ৩য় পর্বের আশিক মিয়া এবং ফরহাদ আজরাফ । রানার আপ হয় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগের প্রতিযোগীরা ছিলেন ১ম পর্বের আবদুল্লাহ আল-মামুন, নাইমুর রশিদ নাঈম এবং মোঃ নূরুন্নবী। প্রধান অতিথি, ক্লাব সভাপতি এবং সচিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রাণবন্ত এ প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্লাব সচিব মোঃ রেজাউল করিম।

DSC00307 DSC00315 DSC00316 DSC00317 DSC00318 DSC00319 DSC00320 DSC00321 DSC00322 DSC00323 DSC00326DSC00309DSC00311

BTC English Language Club arranged an Extempore Speech Competition

Today at 08:30 am BTC English Language Club arranged an Extempore Speech Competition in presence of chief guest Engr.Md. Ashraful Kabir, Chairman, Bangladesh Technical College.
Principal Mr. Md. Afzal Hossain, President of English Language Club presided over the program. It was a very interesting & enjoyable program for the students. More than 100 students attended the function where about 10 competitors delivered extempore speech in English by picking up a topic from the lottery box. The winners are respectively student of Electrical Engineering 1st semester Abdullah Al Mamun, Asif Akter Textile Engineering 3rd Semester, Md. Arafat Khan Civil Engineering 3rd semester. It appeared that students were getting habituated & accustomed to speak in English.

In the program honorable chief guest inspired the students telling the importance of English. He also urged the students to practice English within the campus to prepare themselves for the global market. He distributed prizes among the winners.

The program was conducted by Engr. Pradyut Mallick, Secretary BTC English Language Club.

DSC00283 DSC00292 DSC00294 DSC00297 DSC00299 DSC00301 DSC00304