বিটিসিতে বৃত্তি প্রদান, পুরস্কার ও সনদপত্র বিতরণ

শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না- বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, ‘শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের;  আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাব সেই দক্ষতা অর্জনের সহায়ক। শিক্ষার্থী মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার ও সার্টিফিকেট নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে।’

তিনি ৩০ অক্টোবর ২০১৭ সকালে বিটিসি’র হলরুমে বিভিন্ন ক্লাব কার্যক্রমের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, মেধা ও সাধারণ বৃত্তি এবং শিক্ষা সহায়ক ক্লাবের আওতায় প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট এবং ক্লাবের সহযোগি সদস্যদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, পুরস্কার ও সনদ তুলে দেয়ার সময় এ সব কথা বলেন। এ সময় তিনি কলেজের ১৭ জন শিক্ষার্থীর হাতে মাসিক ১০০০ টাকা হারে মেধাবৃত্তি ও মাসিক ৮০০ টাকা হারে সাধারণ বৃত্তি প্রদান করেন ।

চলতি সেমিস্টারে বিটিসি’র শিক্ষার্থীদের জন্যে বিসিএমসি ফাউন্ডেশন প্রদত্ত বৃত্তির পরিমাণ  প্রায় ৯০ হাজার টাকা। শিক্ষার এ স্বীকৃতির পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমের আওতায় বিটিসিতে চলমান ক্লাবের পর্ব সমাপনী প্রতিযোগিতায় বিজয়ী ও সনদ অর্জনকারি ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিষ্ট্রার মো. আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরায়রা। পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইলেকট্রিক্যাল ৫ম পর্বের শিক্ষার্থী মো. সুমন হোসেন ও টেক্সটাইল ১ম পর্বের  শিক্ষার্থী আশিক মিয়া। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন টেক্সটাইল ৫ম পর্বের শিক্ষার্থী হাফেজ মো. মশিউল ইসলাম রাসেল । অনুষ্ঠান উপস্থাপনা করেন বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম যাদু ও সচিব ইশরাত জাহান লিজা।

1
2
3
4