বিটিসিতে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ স্বাধীন না হলে আমরা স্বপ্ন দেখতে পারতাম না – চেয়ারম্যান বিটিসি

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, দেশ স্বাধীন বলেই আমরা নিজেদের মতো স্বপ্ন দেখতে পারি, বাঁচতে পারি, স্বাধীন না হলে আমরা যে যেখানে বা যে অবস্থানে আছি সে অবস্থানে আসতে পারতাম না, অবশ্যই শৃঙ্খলিত, পরাধীন ও দূর্বল অবস্থানে থাকতে হতো। দেশ স্বাধীন বলেই আজ আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে যেতে পেরেছি, দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে।

আজ সকালে কলেজের হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কলেজ অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রকৌশলী চিন্ময় মজুমদার। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের শিক্ষার্থী দেবশ্রী রায় চৌধুরী ও আসিফ আক্তার ।

এর আগে সকালে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত বিজয় শোভাযাত্রা বিজয় মঞ্চে পৌছায়। পরে কলেজ চেয়ারম্যানের নেতৃত্বে স্বাধীনতার সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
25440637_946140235538433_1511943016_o

DSC01149

25497087_946140208871769_1707819982_n
DSC01135