চুয়াডাঙ্গার সরজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও খারাগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

“কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মেলে”।প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়ার জন্য কারিগরি শিক্ষা গ্রহন করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বিশ্ব দরবারে।। এই কারিগরি শিক্ষার বিস্তার ও গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গার সরজগঞ্জ উচ্চ বিদ্যালয় ও খারাগোদা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন করেন । এসময় তারা কলেজের সকল ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের পড়াশোনার মান ও শিক্ষকদের কাছে ভবিষ্যৎ চাকুরির অবস্থা এবং এ্যাডমিন সেকশনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চান। তারা কলেজের ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

DSC00084 DSC00088 DSC00089 DSC00091 DSC00095 DSC00096 DSC00098 DSC00106

DSC00115 DSC00118 DSC00120 DSC00121 DSC00125