Category Archives: News

বিটিসি ও বিসিএমসিতে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন

428665058_715882920665668_6113088055495844679_n

428676986_715882993998994_7276907428092536830_n

বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি কলেজ ও বিটিসির শ্রদ্ধার্ঘ্য নিবেদন
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একুশ হয়েছিল বলে আমরা বাঙ্গালি, আর বাঙ্গালি বলেই আজ আমরা স্বাধীন। তাই স্বাধীন বাংলাদেশে বাংলা ভাষা, বাংলাদেশ, ৫২, ৭১ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মত মৌলিক চেতনাগুলোর সাথে কোন সমঝতা বা আপোষ চলবে না। এসব চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা, মেরিন অ্যান্ড মেকানিক্যাল বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী এস এম বুলবুল আহমেদ, বিসিএমসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফারুকুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আজম আলী, ন্যাচারাল সাইন্স অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার শুভংকর বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কম্পিউটার ৭ম পর্বের মাহিম সাঈদ, কম্পিউটার ৫ম পর্বের মো. আসিফুজ্জামান, মেকানিক্যাল ৫ম পর্বের তাওসিফ রহমান, সিভিল ৩য় পর্বের তানভির জামান রক্তিম, কম্পিউটার ১ম পর্বের মুনিয়া আক্তার কাজল ও নওরিন জাহান এবং টেক্সটাইল ১ম পর্বের শাকিল হোসেন।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি শহিদ মিনারে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পরে বিসিএমসি শহিদ মিনারে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
অনুষ্ঠানে ‘একুশে ফেব্রুয়ারি যুগে যুগে আমাদের প্রেরণার উৎস’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী কম্পিউটার ১ম পর্বের মুনিয়া আক্তার কাজল (প্রথম), ইলেকটিক্যাল পর্বের শেখ আহাদ (দ্বিতীয়) ও ৩য় স্থান অধিকারী টেক্সটাইল ৭ম পর্বের মীর সুমাইয়া আক্তার সিমুকে পুরস্কৃত করা হয়।

Mid Term Exam Notice

Mid Tearm Exam

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন

04. 21 February 2024

Closure of college on account of Sharoshawti Puja.

05. Sharoshawti Puta 2024

একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীদের মিলনমেলা বিসিএমসি কলেজে

একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীদের মিলনমেলা বিসিএমসি কলেজে
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজে ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৪ জানুয়ারি ২০২৪ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা জানালেন কলেজের প্রথম দিনের আবেক, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, বিটিসির টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিসিএমসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।
নতুন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, কম্পিউটারের মেহেদী হাসান, ইলেকট্রিক্যালের ইসমাইল হোসেন, কম্পিউটারের নওরিন জাহান, ইলেকটিক্যালের শেখ গোলাম আহাদ, কম্পিউটারের আল আমিন হুসাইন পর্বত ও সালমান পারভেজ সাজিন, সিভিলের মো. ইনফাদ মোল্যা, সিজানুল ইসলাম, মুনিয়া আক্তার কাজল, মাজিদ ইমলাম ও সিকদার সিয়াম, টেক্সটাইলের ফারজানা আক্তার বর্ষা।1 2 3 4 5

বিটিসি ও বিসিএমসিতে বিজয় দিবস উদযাপন

বিটিসি ও বিসিএমসিতে বিজয় দিবস উদযাপন
জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‌্যালি, বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং আলোচনার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ বিটিসি’র যৌথ উদ্যোগে উদযাপিত হলো ৫৩তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিসিএমসি’র রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
বিসিএমসি’র জনাব মো. আসাদুজ্জামান ও বিটিসি’র জনাব মো. জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী অধ্যাপক শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, প্রভাষক সাদিয়া শারমিন বৃষ্টি, প্রভাষক সোহেলী মমতাজ, প্রকৌশলী নুসরাত জাহান ও প্রভাষক রাজ কুমার দত্ত। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সামিয়া নুহ শোভা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাওসিফ রহমান।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান।
এর আগে সূর্য্যোদয়ের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পরে স্ব স্ব কলেজ ক্যাম্পাস থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি বিজয় স্মৃতিস্মম্ভে যেয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বিসিএমসি হল রুমে আলোচনায় সভায় মিলিত হয়।411343865_677855004468460_104863533019096329_n 411383453_677855024468458_1939214416346943832_n 411418182_677854591135168_7075904792920895052_n 411437362_677854667801827_1798902058997456448_n

বিসিএমসি কলেজ ও বিটিসি’তে জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন

বিসিএমসি কলেজ ও বিটিসি’তে
জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন
বিসিএমসি, ১৫ আগস্ট ২০২৩
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা, মেরিন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইইটি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী এস এম বুলবুল আহমেদ, বিটিসির টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিসিএমসির কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী ফারুকুজ্জামান, লেকচারার সাদিয়া শারমিন বিষ্টি, লেকচারার সোহেলী মমতাজ, জুনিয়র লেকচারার রাজকুমার দত্ত। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ৬ষ্ঠ পর্বের আব্দুল্লাহ আল নোমান, কম্পিউটার ৪র্থ পর্বের রিফাত হাসনাইন তালহা, টেক্সটাইল ২য় পর্বের রুবিনা খাতুন এবং সিভিল ২য় পর্বের তানভির জামান রক্তিম।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। পরে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও শিক্ষক-শিক্ষার্থীরা।
বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
অনুষ্ঠানে ‘শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশ আজ সমৃদ্ধির স্বর্ণ শেখরে’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী টেক্সটাইল ৬ষ্ঠ পর্বের মীর সুমাইয়া(১ম), কম্পিউটার ৬ষ্ঠ পর্বের প্রীতি আক্তার লিতু(২য়), টেক্সটাইল ২য় পর্বের চয়ন বিশ্বাস(৩য়) কে পুরস্কৃত করা হয়।2 3 4 5

বিটিসি ও বিসিএমসিতে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন

বিটিসি ও বিসিএমসিতে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করেছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ (বিটিসি)। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ স্লোগানে ১৪ জুন বুধবার সকালে স্ব-স্ব ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়। র‌্যালিতে ছাত্র ও শিক্ষকরা অংশ নেন। ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ স্লোগান সম্বিলিত টি শার্ট গায়ে দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের র‌্যালিটি যশোর শহরের ঢাকা রোড, আর এন রোড, এম এম আলী রোড, নেতাজী সুভাস চন্দ্র বসু রোড ও মুজিব সরণী প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে পৌছায়। সেখানে সম্মিলিত র‌্যালিতে যোগদান করে। সম্মিলিত র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা ও বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান র‌্যালির নেতৃত্ব দেন।1 2 3

বিটিসি ও বিসিএমসিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিটিসি ও বিসিএমসিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় । দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা, দোয়া ও মোনাজাত। এছাড়াও ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
সহাকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা, মেরিন অ্যান্ড মেকানিক্যাল বিভিাগের প্রধান আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী বুলবুল আহমেদ, প্রকৌশলী রুনা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ৫ম পর্বের আব্দুল্লাহ আল নোমান, কম্পিউটার ১ম পর্বের নয়ন হুসাইন, টেক্সটাইল ১ম পর্বের মেহজাবিন আহমেদ কনা, কম্পিউটার ৩য় পর্বের সানজিদা আক্তার, কম্পিউটার ১ম পর্বের আল মাহমুদ আহাদ, কম্পিউটার ১ম পর্বের সামিয়া নুহ শোভা।
রচনা প্রতিযোগিতায় কম্পিউটার ৩য় পর্বের সানজিদা আক্তার ১ম, টেক্সটাইল ১ম পর্বের মেহজাবিন আহমেদ কনা ২য় ও কম্পিউটার ৩য় পর্বের রাজশ্রী ভদ্রকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।1 2 3 4

বিটিসি ও বিসিএমসিতে জাতির জনকের জন্মদিন উদযাপন

বিটিসি ও বিসিএমসিতে জাতির জনকের জন্মদিন উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করেছে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজে (বিটিসি)। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা, দোয়া মোনজাত। অনুষ্ঠানে বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
সহাকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, জাতির জনক স্বাধীনতার সংগ্রাম পূর্ণ করে গেছেন, কিন্তু মুক্তির সংগ্রাম শুরু করলেও শেষ করে যেতে পারেননি। তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মুক্তির সংগ্রামে সফল হয়েছে। এটা আমাদের বড়প্রাপ্তি। যারা স্বপ্ন দেখাতে পারে তাই জানে স্বপ্নপূরণের পথ কোনটি।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজা, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বিটিসির টেক্সটাইল বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার প্রদ্যুৎ মল্লিক, প্রকৌশলী নুসরাত জাহান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ৭ম পর্বের সজিব হোসেন, কম্পিউটার ৭ম পর্বের ফামেতা হালদার প্রভা, কম্পিউটার ৩য় পর্বের রিফাত হাসনাইন তালহা, কম্পিউটার ৩য় পর্বের সামিয়া নুহ শোভা, টেক্সটাইল ৩য় পর্বের সৈয়দ মাহমুদুল হাসান ও টেক্সটাইল ১ম পর্বের ওবাইদুল অনিক।1 2 3 4 5