জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা
জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা
শোক র্যালি, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতির জনকের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)। দিবসের শুরুতেই কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে শোক র্যালি সহকারে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করেন বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ মো. আফজাল হোসেন। শেষে বিসিএমসি কলেজ হল রুমে যৌথভাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বছর ঘুরে আসা ১৫ আগস্ট আমাদের জন্য কেবল বেদনার তারিখ নয়, কোটি হৃদয়ে জ্বলে উঠবার দিন। পঁচাত্তরের ১৫ আগস্টের মধ্য দিয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির সুমহান আদর্শগুলো ভূলুণ্ঠিত হয়েছিল। বাংলাদেশ যাত্রা করেছিল পেছনের দিকে, অন্ধকারের অভিমুখে। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে মুক্তির আলো আমাদের সামনের দিকে এগিয়ে দিয়েছিল ঠিক তার উল্টো পথে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সময় লেগেছিল দীর্ঘ একুশ বছর। আজ দেশ এগিয়ে চলছে উন্নয়ন ও সমৃদ্ধির পথে। বঙ্গবন্ধুর খুনিচক্রের বিচার সম্ভব হয়েছে। সম্ভব হয়েছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারও। বাংলাদেশে এখন আর বিচারের বাণী নিভৃতে কাঁদে না। ঘুরে দাঁড়ানো বাংলাদেশ আরো এগিয়ে যাবে বঙ্গবন্ধুর পথে।
বিসিএমসি কলেজের সাথে যৌথভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আফজাল হোসেন। আলোচনায় অংশ নেন লেকচারার সাইদ বিন রহমান, লেকচারার মাহবুব হোসাইন ও জুনিয়র লেকচারার অমিত মল্লিক । শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন তনিমা তসনিন তন্নী, সাবরিনা আলম মিম ও নাজমুল ইসলাম।
আলোচনার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু ও এ দিনে শাহাদত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিসি সাহিত্য সাংস্কৃতিক ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম যাদু।
Leave a Reply