ঝিনাইদহের গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

DSC01368

উন্নত ভবিষ্যতের জন্য কারিগরি শিক্ষা । “দৃষ্টিভঙ্গি বদলান কারিগরি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন”। কারিগরি শিক্ষার বিস্তার ও গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে ঝিনাইদহের গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের পড়াশোনার মান ও শিক্ষকদের কাছে ভবিষ্যৎ চাকুরির অবস্থা এবং এ্যাডমিন সেকশনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চান। তারা কলেজের ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।
DSC01349 DSC01350 DSC01352 DSC01359 DSC01361 DSC01362 DSC01366 DSC01369 DSC01374 DSC01376 DSC01381 DSC01387 DSC01392 DSC01396 DSC01399 DSC01400