বিটিসিতে আন্তঃ বিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটিসি কুইজ ক্লাব এর আয়োজনে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিটিসি হলরুমে অনুষ্ঠিত এই আজ এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন।

ক্লাব সভাপতি মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাছাই পর্ব থেকে উঠে আসা ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ । বিজয়ী দলের সদস্যরা হলেন ৫ম পর্বের মোঃ মেহেদী হাসান, ৩য় পর্বের আশিক মিয়া এবং ফরহাদ আজরাফ । রানার আপ হয় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগের প্রতিযোগীরা ছিলেন ১ম পর্বের আবদুল্লাহ আল-মামুন, নাইমুর রশিদ নাঈম এবং মোঃ নূরুন্নবী। প্রধান অতিথি, ক্লাব সভাপতি এবং সচিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রাণবন্ত এ প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্লাব সচিব মোঃ রেজাউল করিম।

DSC00307 DSC00315 DSC00316 DSC00317 DSC00318 DSC00319 DSC00320 DSC00321 DSC00322 DSC00323 DSC00326DSC00309DSC00311