বিটিসিতে জঙ্গিবাদ বিরোধী প্রত্যয়ের মাধ্যমে জাতির জনকের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বিটিসিতে জঙ্গিবাদ বিরোধী প্রত্যয়ের মাধ্যমে জাতির জনকের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
জঙ্গিবাদ বিরোধী প্রত্যয়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া- মোনাজাত।
বিটিসি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুর রহমান।
এছাড়া শিক্ষক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জাতির জনকের স্বপ্ন পূরনের এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
আলোচনার পর জাতির জনক বঙ্গবন্ধু ও এ দিনে শাহাদত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বিটিসি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক আবু হুরাইরা। এর আগে সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। শোক র্যালি ১ম ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষ হয়।