বিটিসিতে বিজ্ঞান মেলা: স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম এবং হাইড্রোলিক ব্রিজ সহ ২৫ টি প্রজেক্ট
আজ বিকাল ৩টায় বিটিসিতে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো বিটিসি বিজ্ঞান মেলা। বিটিসি সাইন্স এন্ড টেকনোলজি ক্লাবের আয়োজনে ড্রয়িং ল্যাবে এ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আশরাফুল কবির। তিনি মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্টের সুবিধা অসুবিধা জানতে চান।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা, সহকারী রেজিস্ট্রার নাজমুন্নাহার, ক্লাব সচিব মোঃ মাহাবুব হোসেন, ছাত্র কল্যাণ অফিসার শেখ শহীদুল হক প্রমুখ। সেরা পাঁচটি প্রজেক্ট ছিল স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম , হাইড্রোলিক ব্রিজ, ওয়ার্কিং রোবট এবং ড্রিম কটেজ । এ প্রজেক্ট পাঁচটির জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান অধিকার করেন যথাক্রমে ইলেকট্রিক্যাল ১ম পর্বের মোহাম্মদ আলী , ইলেকট্রিক্যাল ৭ম পর্বের মোঃ সুমন , সিভিল ৫ম পর্বের মোঃ ফেরদৌস, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের ইবরাহীম এবং সিভিল ৭ম পর্বের অজুফা খাতুন । প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মেলায় স্থান পাওয়া অন্যান্য প্রজেক্ট গুলোর মধ্যে ছিল আর্থকুইক রেগুলেটর ইকুয়েম্মেন্ট, কপোতাক্ষ হাউস, জেনারেল ব্রিজ, নিউ এটিএম, আইফেল টাউয়ার, লিকুইড লেবেল ইন্ডিকেটর, ম্যাগনোটিক ফিল্ড পিরিপারেশন, ডিসি টু এসি কনভার্সন, ব্রিজ, ট্রাফিক সিগন্যাল, ওয়াটার পাম্প, কেমিক্যাল ক্যালার চেঞ্জ, নিউ মার্কেট ট্রাফিক সিস্টেম,এসি টু ডিসি লেড লাইট ওয়ারলেস চার্জার প্রভৃতি।