বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, “শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাব সেই দক্ষতা অর্জনের সহায়ক। শিক্ষার্থীরা মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তোলে”।

২৮ নভেম্বর ২০১৮ সকালে বিটিসি’র হলরুমে বৃত্তি প্রদান ও বিভিন্ন ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, সনদ প্রদানের সময় তিনি এ সব কথা বলেন। চলতি সেমিস্টারে বিটিসি’র শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরাইরা, কম্পিউটার বিভাগীয় প্রধান প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম । পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ৩য় পর্বের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন ও টেক্সটাইল ৩য় পর্বের শিক্ষার্থী মোঃ আশিক মিয়া। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান । প্রাণবন্ত এ অনুষ্ঠান উপস্থাপনা করেন বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম যাদু ও ক্লাব সচিব শান্তা ইসলাম পলি।

সবশেষে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

DSC00578 DSC00581 DSC00586 DSC00585 DSC00587 DSC00594 DSC00596 DSC00611 DSC00614 DSC00617 DSC00619 DSC00621 DSC00623 DSC00625 DSC00632 DSC00569 DSC00570