বিটিসিতে শিক্ষা সহায়ক ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু

বিটিসিতে শুরু হয়েছে ২(দুই) সপ্তাহব্যাপি ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমজমাট এ অনুষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে এবং তুমুল প্রতিদ্বন্ধিতার মাঝে অর্জন করছে পুরস্কার। আজ ১৭ নভেম্বর, ২০১৮ বিটিসি কম্পিউটার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় অফিস ম্যানেজমেন্ট-২০১৮ প্রতিযোগিতা।

ক্লাব সভাপতি প্রকৌশলী জি,এম, ইসরাফিল ইসলামের সভাপতিত্বে কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা কন্ট্রোলার মোঃ আবু হুরাইরা। প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের জি,এম, সালমান, ৩য় পর্বের আবদুল্লাহ আল মামূন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় পর্বের মেহেদী হাসান।প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব সচিব প্রকৌশলী চিন্ময় মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী চঞ্চল কুমার বিশ্বাস , ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান, ন্যাচারাল সায়েন্স ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইমরান শেখ, সহকারী রেজিস্ট্রার নাজমুল আলম, লেকচারার রেজাউল করিম, জুনিয়র লেকচারার সুজন আলী, মোঃ মনিরুজ্জামান সহ প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী চিন্ময় মজুমদার, পরীক্ষা কন্ট্রোলার মোঃ আবু হুরাইরা এবং সহকারী পরীক্ষা কন্ট্রোলার বুলবুল আহমেদ । ফলাফল সমন্বয়ের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মাহাবুব হোসেন। উল্লেখ্য আগামি ২৮ নভেম্বর , ২০১৮ মেধা বৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে চলতি সেমিস্টারের ক্লাব কার্যক্রম প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
DSC00367 DSC00365 DSC00361 DSC00355 DSC00349 DSC00346 DSC00332 DSC00317 DSC00311 DSC00307 DSC00305 DSC00298 DSC00292 DSC00288 DSC00285 DSC00284 DSC00281 DSC00278