বিটিসি ও বিসিএমসিতে বিজয় দিবস উদযাপন
বিটিসি ও বিসিএমসিতে বিজয় দিবস উদযাপন
জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং আলোচনার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিকাল কলেজ বিটিসি’র যৌথ উদ্যোগে উদযাপিত হলো ৫৩তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বিসিএমসি’র রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
বিসিএমসি’র জনাব মো. আসাদুজ্জামান ও বিটিসি’র জনাব মো. জাহিদুল ইসলাম যাদুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী অধ্যাপক শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, প্রভাষক সাদিয়া শারমিন বৃষ্টি, প্রভাষক সোহেলী মমতাজ, প্রকৌশলী নুসরাত জাহান ও প্রভাষক রাজ কুমার দত্ত। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সামিয়া নুহ শোভা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাওসিফ রহমান।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান।
Leave a Reply