বিটিসি ও বিসিএমসি কলেজের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বিটিসি ও বিসিএমসি কলেজের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উদযাপিত
বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) ও বিসিএমসি এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির বলেন, “স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস প্রত্যেককেই জানতে হবে, ইতিহাস যেনো কেউ বিকৃত করতে না পারে, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বাধীনতা রাতারাতি অর্জিত হয়নি, ধীরে ধীরে তার ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে এবং বঙ্গবন্ধু এই জাতিকে তিলে তিলে প্রস্তুত করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন-অর্জিত হয়েছে মহান স্বাধীনতা । তিনি বুঝেছিলেন যে কোন সময় পাকিস্তানী বাহিনী এই দেশের জনগণের বিরুদ্ধে মরণ কামড় দেবে, তাই ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ডাক দিয়েই থেমে ছিলেন না, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গ্রেফতার হওয়ার আগেই। তিনি মহান রাষ্ট্র নায়ক, স্টেটসম্যান তাই তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন”।তিনি আজ সকালে বিসিএমসি হলরুমে দু’কলেজের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিসিএমসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিটিসি’র অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন। এছাড়া উভয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনা, সেদিনের ইতিহাস, আমাদের শিক্ষা এবং স্বাধীনতা রক্ষায় আমাদের করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন।
এর আগে সকাল ৮টায় বিটিসি কলেজ ক্যাম্পাস চত্ত্বরে সারা দেশের ন্যায় একইসময়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর কলেজ থেকে শিক্ষক -শিক্ষার্থীদের সম্মিলিত শোভাযাত্রা পুরাতন খুলনা বাস স্ট্যান্ডের বিজয় স্তম্ভে পৌঁছায়। সেখানে বিসিএমসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল কবীর ও বিটিসি অধ্যক্ষ মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।