বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ ২২ নভেম্বর ২০১৮ সকালে বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “দুর্নীতিই উন্নয়নের অন্তরায়”।

ক্লাব সভাপতি প্রকৌশলী চিন্ময় মজুমদারের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম যাদুর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন। এসময় ক্লাব সচিব আজম আলি সহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত এ প্রতিযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে। এ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল চাম্পিয়ন হয়। চাম্পিয়ন দলের সদস্যরা হলেন কম্পিউটার ৩য় পর্বের মোঃ হোসেন চৌধুরি সবুজ, ইলেকট্রিক্যাল ৩য় পর্বের মোঃ আব্দুল আহাদ ও সিভিল ৩য় পর্বের মোঃ আরাফাত হোসেন (দলনেতা)। বিজিত দলের সদস্যরা হলেন যথাক্রমে কম্পিউটার ১ম পর্বের সাদিয়া সিদ্দিকি দৃষ্টি, টেক্সটাইল ৩য় পর্বের সামিনা তাসনিম ও আশিক মিয়া (দলনেতা)। চাম্পিয়ন দলের মোঃ আরাফাত হোসেন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম, প্রকৌশলী মাহমুদ হাসান মিরু ও জনাব মোঃ মাহবুব হোসেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ রেজাউল করিম।

46499120_2261908354030437_577560367010414592_n 46503662_2261909034030369_6005075509212348416_n 46521299_2261908540697085_5039393778184486912_n 46522615_2261908914030381_8646467481285689344_o 46526055_2261909354030337_9040765326102364160_n 46705502_2261909130697026_6694608306444435456_o46501504_2261908804030392_3654651796028129280_n 46523870_2261909290697010_6363464987893039104_n 46692415_2261909060697033_4900280792489394176_n