বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে অভিনয় ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে অভিনয় ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাদুর সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার  নাজমুন্নাহারের প্রাণবন্ত  উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ দুটি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পৃথকভাবে অনুষ্ঠিত এ দুটি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের মোঃ আশিক মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের রাকিব হোসেন এবং ২য় পর্বের মেহেদী হাসান। কবিতা আবৃতি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন টেক্সটাইল ৪র্থ পর্বের মোঃ কিফাতউল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের রাকিব হোসেন এবং ২য় পর্বের মেহেদী হাসান। অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মোঃ নাজমুল আলম, সহকারী রেজিস্ট্রার মাহাবুব হোসেন ও সহকারী হিসাব রক্ষক ভগিরত কুমার পাল।  কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, প্রকৌশলী চিন্ময় মজুমদার ও প্রভাষক মোঃ রেজাউল করিম।

ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জুনিয়র লেকচারার আজম আলি।

DSC00009 DSC00011 DSC00014 DSC00016 DSC00022 DSC00026 DSC00027 DSC00031 DSC00034 DSC00037 DSC00046 DSC00003