বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ
বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)। শোক র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতির জনকের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
দিবসের শুরুতেই ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। ১ম ক্যাম্পাস থেকে শোক র্যালি সহকারে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর এবং বিটিসি’র অধ্যক্ষ মো. আফজাল হোসেন।
পরে বিসিএমসি হল রুমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যলয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। সভাপতিত্ব করেন বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন।
আলোচনায় অংশ নেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ কামরুল হাসান, প্রভাষক প্রকৌশলী মো. নাজমুল আলম, বিটিসির কম্পিউটার বিভাগের প্রভাষক প্রকৌশলী মাহমুদ হাসান ও সিভিল বিভাগের জুনিয়র লেকচারার মোছা. আইনুন নাহার। শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন বিসিএমসির সৈয়দ ইয়ামিন আলী, মো. রায়হানুল ইসলাম, হাবিবুন নাহার সামিয়া, শেখ রিদওয়ানুল মালিক এবং বিটিসির মো. আরাফাত ও হোসেন চৌধুরী সবুজ।
বিসিএমসিতে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নে শেখ হাসিনার অবদান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী গার্মেন্টস ৭ম পর্বের হাবিবুন নাহার সামিয়া, ইলেকট্রিক্যাল ৫ম পর্বের মো. সাকিবুর রহমান ও টেক্সটাইল ১ম পর্বের মো. মাহফুজুর রহমানকে পুরস্কৃত করা হয়। বিটিসি’র ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী কম্পিউটারের মো. হোসেন চৌধুরি সবুজ, টেক্সটইলের সামিনা তাসনিম ও সিভিলের মো. মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়।
আলোচনার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু ও এদিনে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।