যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে বিজয় দিবস পালিত

দেশ এগিয়ে চলেছে, দেশ প্রেমের আর্দশকে লালন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে- বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ছাত্র-শিক্ষক সমন্বয়ে একটি বিশাল এবং সু সজ্জিত র‌্যালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে। এতে নেতৃত্ব দেন কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরায়রা।
সুসজ্জিত র‌্যালি ও পুষ্পার্ঘ অর্পণ শেষে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে মিষ্টি মুখ করানো হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং আগামী দিনে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। কলেজের রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। স্বাধীনতা বিরোধি চক্রের ষড়যন্ত্র না থাকলে আমাদের এ অর্জন চমকে দিতে পারতো বিশ্বকে, অর্জনের ঝুলিতে যুক্ত হতো আরো অনেক সাফল্য। দেশ এগিয়ে চলেছে। দেশ প্রেমের বীজ অন্তবে বুনে এবং লালন করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। তিনি আরো বলেন,বাঙ্গালি আশাবাদী, হতাশ হয় না কখনো। প্রকৃত সুখ সমৃদ্ধি আজ না মিললেও নতুন প্রজন্ম নিশ্চয় পাবে এ প্রত্যাশা সবারই আছে। বিজয়ের এই দিনে আমাদের শপথ একটাই তাদের রেখে যাওয়া দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করবো। এগিয়ে নেব উন্নয়ন ও অগ্রগতিতে, দেশকে করবো বিশ্ব সেরা।

আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এবারের রচনার বিষয় ছিল’ স্বাধীনতা অর্জন ও রক্ষায় তরুণ প্রজন্মের ভুমিকা’।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান লেকচারার প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী রহিদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ১ম পর্বের মো. আকিব হোসেন, ইলেক্ট্রিক্যাল ৩য় পর্বের মো. বকুল হোসেন এবং কম্পিউটার ৩য় পর্বের ছাত্রী আমেনা খাতুন। আলোচনা সভায় উপস্থাপনার দায়িত্ব পালন করেন অত্র কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সচিব ইসরাত জাহান লিজা।

10

3

4

2

 

5

9