যশোর ও নড়াইলের একাধিক স্কুলের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

শিক্ষার মূল ধারায় কারিগরি শাখা গুরুত্ব না পাওয়ায় জনশক্তির দক্ষতা বাড়ছে না, বাড়ছে বেকারত্ব। এ অবস্থার উত্তরণে কারিগরি শিক্ষার বিস্তার ও গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে নড়াইলের ইতনা স্বরশ্বতী একাডেমি, ইতনা গার্লস স্কুল এবং যশোরের দায়তলা মাধ্যমিক বিদ্যালয় ও রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির কিছু শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের পড়াশোনার মান ও শিক্ষকদের কাছে ভবিষ্যৎ চাকুরির অবস্থা এবং এ্যাডমিন সেকশনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চান। তারা কলেজের ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।
29027122_2093994714155136_557152383226871808_n

29027213_2093995214155086_5250629628535504896_n

29101685_2093995304155077_7885040285888020480_n

29101749_2093995157488425_4349758498737750016_n