নতুন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বিটিসি’র ক্যাম্পাস

২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের নতুন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বিটিসি’র ক্যাম্পাস। এডমিন. ক্রিড়াকক্ষ, ব্যালকনি, সিড়িপথ, লাইব্রেরি, হলরুম সবই ছিল নতুনের দখলে..নতুনদের জয়জয়কার।নববর্ষা যেমন ভরিয়ে তোলে নদীকে, সৃষ্টি করে নতুন নতুন ঢেউ ঠিক তেমনি ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে নতুনের দৃষ্টিনন্দন ঢেউ। কানায় কানায় পূর্ন নদী যেমন উচ্ছ্বাসে আছড়ে পড়ে কুলের বুকে, তেমনি করে বিটিসি’র সকল ক্যাম্পাস মুখরিত করে উর্মিমূখর ছন্দে যাত্রা শুরু করেছে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা। দেখতে যেন ঠিক পূর্ন যৌবনা ক্যাম্পাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক ঝাঁক নবীনের সামনে এখন শুধুই আলোকিত ভবিষ্যতের হাতছানি। বুকভরা স্বপ্ন নিয়েই তারা এগিয়ে চলেছে কাংখিত ভবিষ্যতের পথে। নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেই শিক্ষক-কর্মকর্তাদের সহযোগিতায় ও একে অপরের কাছে শুনে প্রথমেই আসেন এডমিনিস্ট্রেশন বিভাগে। সেখান থেকে তাদের কাছে সরবরাহ করা হয় বিটিসি কলেজের একটি ফোল্ডার। যার মধ্যে শিক্ষার্থীদের সহযোগিতার জন্য দেয়া ছিল তথ্য নোটিশ, শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর সম্বিলিত তালিকা ও শিক্ষা সহায়ক ক্লাবের সহযোগী সদস্য ফরম। পরে শিক্ষার্থীরা তারপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উঁকি-ঝুঁকি মেরে কৌতুহল মিটিয়ে ধীরে ধীরে ফেরেন নিজ নিজ আবাসিকে। ক্যাম্পাসে প্রবেশের পর তাদের উচ্ছাস জানান দিচ্ছিল তারা খুশি, মহাখুশি দেশের অন্যতম প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পেয়ে।
13891884_1818584598362817_5134445712512243663_n
13895125_1818584601696150_5122183416652677523_n

13912598_1818584181696192_225441738452662066_n
13924866_1818584341696176_6098511208641238274_n
13932946_1818584681696142_7124895891148120509_n
13938475_1818584608362816_2206518761638355874_n
13932946_1818584681696142_7124895891148120509_n (1)