বিটিসিতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলাম কখনো মানুষ হত্যা সমর্থন করে না- নবীন বরণ অনুষ্ঠানে বিটিসি’র চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির
সন্ত্রাস ও জঙ্গিবাদ মানুষের মুক্তি দিতে পারে না, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে কেউ কখনো শান্তি আনতে পারে নি। আর ইসলাম কখনো মানুষ হত্যা সমর্থন করে না, সন্ত্রাসকে ও সমর্থন করে না। আজ তোমরা যারা ভবিষ্যৎ গড়ার জন্য এই কলেজে ভর্তি হয়েছো তারা এখান থেকে জীবন গড়ে আগামী দিনের বাংলাদেশকে গড়তে কাজ করবে এই প্রতিজ্ঞা গ্রহণ করা উচিৎ। নিজেদের জীবনকে কর্মমুখি করতে , দক্ষ জনশক্তি হিসেবে বাংলাদেশের সুনাম- সম্মান অর্জন করতে তোমাদের এখন থেকেই কাজ করতে হবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে কাজ করে আজ বিশ্ববাসিকে তাক লাগিয়ে দিচ্ছেন তোমরাও সে সুনামের অংশীদার, তোমরা বাংলাদেশের আগামী দিনের কর্ণধর- এসব কথা নবীন ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুর রহমান। বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকও প্রবীন শিক্ষার্থীরা এ সময় বিটিসি’র চলমান কার্যক্রম, শিক্ষাসহযোগি ক্লাবের উপকারিতা, বিটিসি’র সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্বের পরীক্ষায় সাফল্যের কথাও তুলে ধরেন।প্রবীণরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন। আজ ২০ আগষ্ট ২০১৬ বিটিসি’র হলরূমে সকালে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসরাত জাহান লিজা,ইনস্ট্রাটর মিউজিক এবং জাহিদুল ইসলাম যাদু ।