বিসিএমসি ফাউন্ডেশনের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ পালিত
বিসিএমসি ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির বলেন, ”একুশ আমাদেরকে মাতৃভাষা প্রেম, দেশপ্রেম শিক্ষা দেয়। আমাদেরকে দায়িত্বশীল হতেও শিক্ষা দেয়। মূলত ১৯৫২ সালের ২১ এ ফেব্রুয়ারিতে বাঙালিদের মধ্যে নতুন চেতনার সূচনা হয়েছিল- সে চেতনার নাম স্বাধিকার। সেই স্বাধিকার থেকে স্বাধীনতার জন্ম। সেদিন যদি ২১ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনা না ঘটতো তাহলে এত তাড়াতাড়ি স্বাধীনতার বীজ রোপিত হতো না”। তিনি আজ সকালে বিসিএমসি অডিটোরিয়ামে উভয় কলেজের পক্ষ থেকে আয়োজিত মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিজ নিজ অবস্থানে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্তব্য পালন করার আহবান জানান। বিসিএমসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিটিসি’র অধ্যক্ষ এসকে. এম. তহীদুজ্জামান। এছাড়া উভয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মহান ২১ ফেব্রুয়ারির চেতনা, সেদিনের ইতিহাস ও আমাদের শিক্ষা নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে দু’টি কলেজে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে বিটিসি ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত র্যালি বিসিএমসিতে পৌছাঁয়। সেখানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পূষ্পার্ঘ্য অর্পণে নেতৃত্ব দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজ চেয়ারম্যান। এসময় তার সাথে উভয় কলেজের অধ্যক্ষসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।