যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

28870374_2091351097752831_8671191606554001408_n

28576113_2091353061085968_2995020750089355264_n

28660549_2091351334419474_8390743616653361152_n

28660559_2091353417752599_358436482802778112_n

28661037_2091352957752645_1656594608626335744_n