যথাযোগ্য মর্যাদায় বিটিসিতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উদযাপিত

বিসিএমসি ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি নিজের সুখ শান্তিকে পদদলিত করেছেন দেশ ও জনগনের শান্তি ও স্বাধীনতার জন্য। সারা জীবন সংগ্রাম করেছেন বাংলা ও বাঙালির জন্য। তাই পাকিস্তানি শাসনামলের ২৪ বছরের মধ্যে ১২ বছরই তাকে কারাগারে কাটাতে হয়েছে। তিনি চাইলেই নিজের জীবনকে সুখ-স্বাচ্ছন্দে কাটাতে পারতেন । অথচ তা না করে তিনি সাড়ে ৭ কোটি বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন । বঙ্গবন্ধুর মতো মহান নেতার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, দেশের আজ যে উন্নয়ন দেখছি এই উন্নয়ন দেখতাম না, জাতীয় সুযোগ-সুবিধা পেতাম না। তিনি আরো বলেন আমাদের আজ নিজস্ব একটা পরিচয় রয়েছে-রয়েছে মানচিত্র ও পতাকা বঙ্গবন্ধুর জন্ম না হলে এও সম্ভব হতো না। আমাদের উচিত তার আদর্শকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় নিজেদেরকে যুক্ত করা।
তিনি আজ সকালে বিসিএমসি অডিটোরিয়ামে উভয় কলেজের পক্ষ থেকে আয়োজিত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিসিএমসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিটিসি’র অধ্যক্ষ এসকে. এম. তহীদুজ্জামান। এছাড়া উভয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জাতির জনকের শৈশব, জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় নাজির শংকরপুরস্থ কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীর এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শহরের বকুলতলাস্থ জাতির জনকের ম্যুরালে শেষ হয়। সেখানে জাতির জনকের প্রতি সম্মান জানিয়ে তার ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পূষ্পার্ঘ্য অর্পণে নেতৃত্ব দেন আজকের অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি। এসময় তাদের সাথে উভয় কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply