যশোরের সুতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় ও রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

“কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মেলে”।প্রযুক্তি নির্ভর আগামীর বাংলাদেশ গড়ার জন্য কারিগরি শিক্ষা গ্রহন করতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বিশ্ব দরবারে।। এই কারিগরি শিক্ষার বিস্তার ও গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে আজ যশোরের সুতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় ও রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন করেন । এসময় তারা কলেজের সকল ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের পড়াশোনার মান ও শিক্ষকদের কাছে ভবিষ্যৎ চাকুরির অবস্থা এবং এ্যাডমিন সেকশনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চান। তারা কলেজের ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

DSC00008 DSC00012 DSC00014 DSC00021 DSC00027 DSC00030 DSC00033 DSC00068 DSC00072 DSC00073 DSC00074 DSC00075 DSC00084 DSC00086 DSC00097 IMG_20180410_120501 IMG_20180410_120900 IMG_20180410_121301 IMG_20180410_121545 IMG_20180410_122013 IMG_20180410_122638 IMG_20180410_122829