যশোরের রুপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ঝিনাইদহের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

“কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মেলে এই কারিগরি শিক্ষার বিস্তার ও গুরুত্ব অনুধাবনের লক্ষ্যে সম্মানিত শিক্ষক ও এসএসসি/সমমান পরীক্ষার্থীদের ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে আজ সকালে যশোরের রুপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ঝিনাইদহের খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন করেন । এসময় তারা কলেজের সকল ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে কলেজের পড়াশোনার মান ও শিক্ষকদের কাছে ভবিষ্যৎ চাকুরির অবস্থা এবং এ্যাডমিন সেকশনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চান। তারা কলেজের ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

DSC00057 DSC00065 DSC00011 DSC00013DSC00068 DSC00072 DSC00074 DSC00077 DSC00023 DSC00030 DSC00080 DSC00082 DSC00085 DSC00088 DSC00090 DSC00097 DSC00100 DSC00101 DSC00094 DSC00095 DSC00097 DSC00100 DSC00040 DSC00043