বিটিসিতে শিক্ষা সহায়ক ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু

বিটিসিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপি ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমজমাট এ অনুষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে এবং তুমুল প্রতিদ্বন্ধিতার মাঝে অর্জন করছে পুরস্কার। আজ ০৫ মে, ২০১৮ বিটিসি কম্পিউটার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় অফিস ম্যানেজমেন্ট-২০১৮ প্রতিযোগিতা।

ক্লাব সভাপতি প্রকৌশলী জি,এম, ইসরাফিল ইসলামের সভাপতিত্বে  কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, বিশেষ আতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পরীক্ষা কন্ট্রোলার মোঃ আবু হুরাইরা। প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য়  স্থান লাভ করেন যথাক্রমে কম্পিউটার ২য় পর্বের মোঃ আফ্রিদি, ৪র্থ পর্বের মো. মাজহারুল ইসলাম  এবং ৬ষ্ঠ পর্বের প্রান্ত বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন  ক্লাব  সচিব প্রকৌশলী মো. তৌফিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার নাজমুল আলম , সহকারী রেজিস্ট্রার নাজমুন নাহার, লেকচারার রেজাউল করিম, জুনিয়র লেকচারার সুজন আলীসহ প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন  প্রকৌশলী  চিন্ময় মজুমদার ও  সহকারী পরীক্ষা কন্ট্রোলার বুলবুল আহমেদ। ফলাফল সমন্বয়ের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মাহাবুব হোসেন। উল্লেখ্য আগামি ১৪মে ক্লাব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে  চলতি সেমিস্টারের ক্লাব কার্যক্রম প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

10 11 DSC00010 DSC00034 DSC00044 DSC00049 DSC00051 DSC00054 1 2 3 4 6 7 8 9 31899253_2044798195554074_6454692287988367360_n