বিটিসিতে আন্তঃ বিভাগ কুইজ প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত
আজ ০৬ মে, ২০১৮ বাংলাদেশ টেকনিক্যাল কলেজে বিটিসি কুইজ ক্লাব এর আয়োজনে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
ক্লাব সভাপতি মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে বিটিসি হলরুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা। প্রতিযোগিতায় বাছাই পর্ব থেকে ওঠে আসা ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্ধিতার মাঝে চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ । বিজয়ী দলের সদস্যরা হলেন টেক্সটাইল ২য় পর্বের মোঃ আশিক মিয়া, ৪র্থ পর্বের মোঃ কিফাতুল্লাহ ও মাহাদী হাসান। রানার আপ হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগের প্রতিযোগীরা ছিলেন সিভিল ৪র্থ পর্বের মোঃ ফেরদৌস, ২য় পর্বের রাকিব হাসান ও মোঃ আরাফাত হোসেন।