বিটিসি’র নবীনবরণে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে অনুষ্ঠিত হয় নবীনবরণ উৎসব। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেয় কম্পিউটার তয় পর্বের শ্রাবনী আক্তার শিমু ও টেক্সটাইল ৩য় পর্বের সামিনা তাসনিম । এরপরই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, গার্মেন্টস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন প্রবীন শিক্ষার্থীদের থেকে কম্পিউটার ৩য় পর্বের ইমন ও আবির। অনুষ্ঠানে পুষ্প, অভিনন্দন বার্তা আর অতিথিদের বক্তব্যে উজ্জীবিত ছিল নবীন শিক্ষার্থীরা।

বিটিসি হল রুমে অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরায়রা ও স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার শেখ শহিদুল হক । এছাড়াও আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান মিরু খান, সিভিল অ্যান্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. শাহিন আক্তার, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী জি.এম ইসরাফিল ইসলাম।

প্রবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ৩য় পর্বের হোসেন চৌধুরী সবুজ ও টেক্সটাইল ৫ম পর্বের কেফায়েতুল্লাহ। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কম্পিউটার ১ম পর্বের জি.এম.সালমান মোস্তফা, জান্নাতুল ফেরদৌস ও সাদিয়া সিদ্দিকা দৃষ্টি। সিভিল ১ম পর্বের মো: সাকিবুল হাসান ও উম্মে তামান্না, টেক্সটাইল ১ম পর্বের আসিফ ইকবাল এবং ইলেকট্রিক্যাল ১ম পর্বের আব্দুল্লাহ আল মামুন। দেশাত্ববোধক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ।

DSC00122 DSC00080 DSC00128 DSC00139 DSC00120 DSC00088 DSC00091 DSC00092 DSC00095 DSC00098 DSC00102 DSC00106 DSC00097 DSC00105 DSC00158