Category Archives: News

সাতক্ষীরার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন

সাতক্ষীরার সিংড়া মাধ্যমিক বিদ্যালয় ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ দুপুরে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

16
9

2
3
4

যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

28870374_2091351097752831_8671191606554001408_n

28576113_2091353061085968_2995020750089355264_n

28660549_2091351334419474_8390743616653361152_n

28660559_2091353417752599_358436482802778112_n

28661037_2091352957752645_1656594608626335744_n

নড়াইলের লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন

নড়াইলের লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা ল্যাবের যন্ত্রপাতি, কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।
28471625_2090904274464180_3997893165573996544_n

28472277_2090904464464161_1930058608041525248_n

28575659_2090904484464159_940065850289815552_n

28576985_2090904607797480_8867482267795062784_n

28661300_2090904657797475_7264534244532158464_n

28685647_2090904337797507_5057493642248192000_n

সাতক্ষীরার পাটকেলঘাটা বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন

সাতক্ষীরার পাটকেলঘাটা বহুমূখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

28378531_2089855204569087_1255278211722379264_n

28378689_2089855391235735_8570686751897550848_n

28379102_2089855514569056_6909117398616375296_n

28468642_2089855451235729_985205054627643392_n

28575628_2089854997902441_4196921121141948416_n

28377718_2089855094569098_7355016230362677248_n

নড়াইলের লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন

নড়াইলের লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী আজ সকালে (০১-০৩-২০১৮) বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দে অভিভূত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।
1

28279081_2088786934675914_6064829705574416384_n

28377995_2088787244675883_3836564702058512384_n

28378368_2088787374675870_3615216501532917760_n

28577637_2088787028009238_6067684269688356864_n

28685827_2088787284675879_2104745794237104128_n

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) পরিদর্শন

যশোরের বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী আজ সকালে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)পরিদর্শন করেন । এসময় তারা কলেজের বিভিন্ন ক্লাসরুম, ল্যাব, লাইব্রেরী, হল রুম, গেমস্ রুম, কমন রুম, সংরক্ষিত তথ্য, ছবি এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন । তারা কলেজের পরিবেশ ও কার্য্যক্রম দেখে আনন্দাপ্লুত হন এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।

27866956_2088238574730750_7349378732392964884_n

28277391_2088238704730737_5930100614613301357_n

28278994_2088238034730804_687456027322879571_n

28468018_2088238208064120_3073203409733188735_n

28471228_2088238524730755_8775696704981570794_n

বিসিএমসি ফাউন্ডেশনের আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ পালিত

বিসিএমসি ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির বলেন, ”একুশ আমাদেরকে মাতৃভাষা প্রেম, দেশপ্রেম শিক্ষা দেয়। আমাদেরকে দায়িত্বশীল হতেও শিক্ষা দেয়। মূলত ১৯৫২ সালের ২১ এ ফেব্রুয়ারিতে বাঙালিদের মধ্যে নতুন চেতনার সূচনা হয়েছিল- সে চেতনার নাম স্বাধিকার। সেই স্বাধিকার থেকে স্বাধীনতার জন্ম। সেদিন যদি ২১ ফেব্রুয়ারির শোকাবহ ঘটনা না ঘটতো তাহলে এত তাড়াতাড়ি স্বাধীনতার বীজ রোপিত হতো না”। তিনি আজ সকালে বিসিএমসি অডিটোরিয়ামে উভয় কলেজের পক্ষ থেকে আয়োজিত মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিজ নিজ অবস্থানে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্তব্য পালন করার আহবান জানান। বিসিএমসি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিটিসি’র অধ্যক্ষ এসকে. এম. তহীদুজ্জামান। এছাড়া উভয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মহান ২১ ফেব্রুয়ারির চেতনা, সেদিনের ইতিহাস ও আমাদের শিক্ষা নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে দু’টি কলেজে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে বিটিসি ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত র‌্যালি বিসিএমসিতে পৌছাঁয়। সেখানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পূষ্পার্ঘ্য অর্পণে নেতৃত্ব দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজ চেয়ারম্যান। এসময় তার সাথে উভয় কলেজের অধ্যক্ষসহ শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
21
10
5
20

বিটিসিতে মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ স্বাধীন না হলে আমরা স্বপ্ন দেখতে পারতাম না – চেয়ারম্যান বিটিসি

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, দেশ স্বাধীন বলেই আমরা নিজেদের মতো স্বপ্ন দেখতে পারি, বাঁচতে পারি, স্বাধীন না হলে আমরা যে যেখানে বা যে অবস্থানে আছি সে অবস্থানে আসতে পারতাম না, অবশ্যই শৃঙ্খলিত, পরাধীন ও দূর্বল অবস্থানে থাকতে হতো। দেশ স্বাধীন বলেই আজ আমরা উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে যেতে পেরেছি, দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে।

আজ সকালে কলেজের হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কলেজ অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক প্রকৌশলী চিন্ময় মজুমদার। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের শিক্ষার্থী দেবশ্রী রায় চৌধুরী ও আসিফ আক্তার ।

এর আগে সকালে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত বিজয় শোভাযাত্রা বিজয় মঞ্চে পৌছায়। পরে কলেজ চেয়ারম্যানের নেতৃত্বে স্বাধীনতার সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
25440637_946140235538433_1511943016_o

DSC01149

25497087_946140208871769_1707819982_n
DSC01135

বিটিসিতে বৃত্তি প্রদান, পুরস্কার ও সনদপত্র বিতরণ

শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না- বিটিসি চেয়ারম্যান প্রকৌশলী মো.আশরাফুল কবির

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, ‘শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের;  আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাব সেই দক্ষতা অর্জনের সহায়ক। শিক্ষার্থী মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার ও সার্টিফিকেট নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে।’

তিনি ৩০ অক্টোবর ২০১৭ সকালে বিটিসি’র হলরুমে বিভিন্ন ক্লাব কার্যক্রমের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, মেধা ও সাধারণ বৃত্তি এবং শিক্ষা সহায়ক ক্লাবের আওতায় প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট এবং ক্লাবের সহযোগি সদস্যদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, পুরস্কার ও সনদ তুলে দেয়ার সময় এ সব কথা বলেন। এ সময় তিনি কলেজের ১৭ জন শিক্ষার্থীর হাতে মাসিক ১০০০ টাকা হারে মেধাবৃত্তি ও মাসিক ৮০০ টাকা হারে সাধারণ বৃত্তি প্রদান করেন ।

চলতি সেমিস্টারে বিটিসি’র শিক্ষার্থীদের জন্যে বিসিএমসি ফাউন্ডেশন প্রদত্ত বৃত্তির পরিমাণ  প্রায় ৯০ হাজার টাকা। শিক্ষার এ স্বীকৃতির পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রমের আওতায় বিটিসিতে চলমান ক্লাবের পর্ব সমাপনী প্রতিযোগিতায় বিজয়ী ও সনদ অর্জনকারি ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিষ্ট্রার মো. আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরায়রা। পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইলেকট্রিক্যাল ৫ম পর্বের শিক্ষার্থী মো. সুমন হোসেন ও টেক্সটাইল ১ম পর্বের  শিক্ষার্থী আশিক মিয়া। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন টেক্সটাইল ৫ম পর্বের শিক্ষার্থী হাফেজ মো. মশিউল ইসলাম রাসেল । অনুষ্ঠান উপস্থাপনা করেন বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম যাদু ও সচিব ইশরাত জাহান লিজা।

1
2
3
4

গভীর শ্রদ্ধাভরে বিটিসিতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত।
বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির বলেন, জাতির জনকের হত্যার মাধ্যমে বাঙ্গালি জাতি ও এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে তৎপর হয়েছিল স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক শক্তি। একটি সদ্য স্বাধীন দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার যে ষড়যন্ত্র সেদিন শুরু হয়েছিল, বাংলাদেশের উন্নয়নের এই জোয়ার দেখে তারা এখনো সক্রিয় রয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করে ক্ষুধা  ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাঙ্গালিকে কখনো দাবায়ে রাখা যাবে না সে যতই কুচক্রিরা চেষ্টা করুক না কেন। একজন বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে তার আদর্শকে হত্যা করতে পারেনি।
আজ সকাল বিটিসি’র হল রুমে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার জন্য সবাইকে পাকিস্তানি পরাজিত শক্তির বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শিক্ষার্থীদের কে দেশ সেবায় কাজ করার কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, সোস্যাল সায়েন্স ও রিলেটেড সাবজেক্টস্ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আফজাল হোসেন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম পর্বের ছাত্রী চাঁদনী বিশ্বাস, ১ম পর্বের ছাত্র হোসেন চৌধুরী সবুজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের ছাত্র আসিফ আক্তার।

অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণ কারিদের শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরায়রা।
এর আগে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মিলিত শোক র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পনে নেতৃত্ব দেন কলেজ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির এবং অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান। এসময় সকল শিক্ষক-শিক্ষার্থী সাথে ছিলেন।

6

20776552_2000605160160759_7154673207912547862_o

2

4

16

3