Category Archives: News

বিটিসিতে বিজ্ঞান মেলা: স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম এবং হাইড্রোলিক ব্রিজ সহ ২৫ টি প্রজেক্ট

আজ বিকাল ৩টায় বিটিসিতে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট নিয়ে অনুষ্ঠিত হলো বিটিসি বিজ্ঞান মেলা। বিটিসি সাইন্স এন্ড টেকনোলজি ক্লাবের আয়োজনে ড্রয়িং ল্যাবে এ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আশরাফুল কবির। তিনি মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্টের সুবিধা অসুবিধা জানতে চান।

এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা, সহকারী রেজিস্ট্রার নাজমুন্নাহার, ক্লাব সচিব মোঃ মাহাবুব হোসেন, ছাত্র কল্যাণ অফিসার শেখ শহীদুল হক প্রমুখ। সেরা পাঁচটি প্রজেক্ট ছিল স্মার্ট সিটি, সোলার এনার্জি সিস্টেম , হাইড্রোলিক ব্রিজ, ওয়ার্কিং রোবট এবং ড্রিম কটেজ । এ প্রজেক্ট পাঁচটির জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম স্থান অধিকার করেন যথাক্রমে ইলেকট্রিক্যাল ১ম পর্বের মোহাম্মদ আলী , ইলেকট্রিক্যাল ৭ম পর্বের মোঃ সুমন , সিভিল ৫ম পর্বের মোঃ ফেরদৌস, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের ইবরাহীম এবং সিভিল ৭ম পর্বের অজুফা খাতুন । প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মেলায় স্থান পাওয়া অন্যান্য প্রজেক্ট গুলোর মধ্যে ছিল আর্থকুইক রেগুলেটর ইকুয়েম্মেন্ট, কপোতাক্ষ হাউস, জেনারেল ব্রিজ, নিউ এটিএম, আইফেল টাউয়ার, লিকুইড লেবেল ইন্ডিকেটর, ম্যাগনোটিক ফিল্ড পিরিপারেশন, ডিসি টু এসি কনভার্সন, ব্রিজ, ট্রাফিক সিগন্যাল, ওয়াটার পাম্প, কেমিক্যাল ক্যালার চেঞ্জ, নিউ মার্কেট ট্রাফিক সিস্টেম,এসি টু ডিসি লেড লাইট ওয়ারলেস চার্জার প্রভৃতি।

DSC00381 DSC00382 DSC00386 DSC00391 DSC00406 DSC00459 DSC00460 DSC00462 DSC00464 DSC00466

বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ ২২ নভেম্বর ২০১৮ সকালে বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “দুর্নীতিই উন্নয়নের অন্তরায়”।

ক্লাব সভাপতি প্রকৌশলী চিন্ময় মজুমদারের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম যাদুর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন। এসময় ক্লাব সচিব আজম আলি সহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত এ প্রতিযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে। এ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল চাম্পিয়ন হয়। চাম্পিয়ন দলের সদস্যরা হলেন কম্পিউটার ৩য় পর্বের মোঃ হোসেন চৌধুরি সবুজ, ইলেকট্রিক্যাল ৩য় পর্বের মোঃ আব্দুল আহাদ ও সিভিল ৩য় পর্বের মোঃ আরাফাত হোসেন (দলনেতা)। বিজিত দলের সদস্যরা হলেন যথাক্রমে কম্পিউটার ১ম পর্বের সাদিয়া সিদ্দিকি দৃষ্টি, টেক্সটাইল ৩য় পর্বের সামিনা তাসনিম ও আশিক মিয়া (দলনেতা)। চাম্পিয়ন দলের মোঃ আরাফাত হোসেন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন প্রকৌশলী জি.এম. ইসরাফিল ইসলাম, প্রকৌশলী মাহমুদ হাসান মিরু ও জনাব মোঃ মাহবুব হোসেন। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ রেজাউল করিম।

46499120_2261908354030437_577560367010414592_n 46503662_2261909034030369_6005075509212348416_n 46521299_2261908540697085_5039393778184486912_n 46522615_2261908914030381_8646467481285689344_o 46526055_2261909354030337_9040765326102364160_n 46705502_2261909130697026_6694608306444435456_o46501504_2261908804030392_3654651796028129280_n 46523870_2261909290697010_6363464987893039104_n 46692415_2261909060697033_4900280792489394176_n

বিটিসিতে আন্তঃ বিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটিসি কুইজ ক্লাব এর আয়োজনে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিটিসি হলরুমে অনুষ্ঠিত এই আজ এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন।

ক্লাব সভাপতি মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাছাই পর্ব থেকে উঠে আসা ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ । বিজয়ী দলের সদস্যরা হলেন ৫ম পর্বের মোঃ মেহেদী হাসান, ৩য় পর্বের আশিক মিয়া এবং ফরহাদ আজরাফ । রানার আপ হয় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগের প্রতিযোগীরা ছিলেন ১ম পর্বের আবদুল্লাহ আল-মামুন, নাইমুর রশিদ নাঈম এবং মোঃ নূরুন্নবী। প্রধান অতিথি, ক্লাব সভাপতি এবং সচিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রাণবন্ত এ প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্লাব সচিব মোঃ রেজাউল করিম।

DSC00307 DSC00315 DSC00316 DSC00317 DSC00318 DSC00319 DSC00320 DSC00321 DSC00322 DSC00323 DSC00326DSC00309DSC00311

BTC English Language Club arranged an Extempore Speech Competition

Today at 08:30 am BTC English Language Club arranged an Extempore Speech Competition in presence of chief guest Engr.Md. Ashraful Kabir, Chairman, Bangladesh Technical College.
Principal Mr. Md. Afzal Hossain, President of English Language Club presided over the program. It was a very interesting & enjoyable program for the students. More than 100 students attended the function where about 10 competitors delivered extempore speech in English by picking up a topic from the lottery box. The winners are respectively student of Electrical Engineering 1st semester Abdullah Al Mamun, Asif Akter Textile Engineering 3rd Semester, Md. Arafat Khan Civil Engineering 3rd semester. It appeared that students were getting habituated & accustomed to speak in English.

In the program honorable chief guest inspired the students telling the importance of English. He also urged the students to practice English within the campus to prepare themselves for the global market. He distributed prizes among the winners.

The program was conducted by Engr. Pradyut Mallick, Secretary BTC English Language Club.

DSC00283 DSC00292 DSC00294 DSC00297 DSC00299 DSC00301 DSC00304

বিটিসিতে শিক্ষা সহায়ক ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু

বিটিসিতে শুরু হয়েছে ২(দুই) সপ্তাহব্যাপি ক্লাব প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমজমাট এ অনুষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে এবং তুমুল প্রতিদ্বন্ধিতার মাঝে অর্জন করছে পুরস্কার। আজ ১৭ নভেম্বর, ২০১৮ বিটিসি কম্পিউটার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় অফিস ম্যানেজমেন্ট-২০১৮ প্রতিযোগিতা।

ক্লাব সভাপতি প্রকৌশলী জি,এম, ইসরাফিল ইসলামের সভাপতিত্বে কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা কন্ট্রোলার মোঃ আবু হুরাইরা। প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান লাভ করেন যথাক্রমে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের জি,এম, সালমান, ৩য় পর্বের আবদুল্লাহ আল মামূন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় পর্বের মেহেদী হাসান।প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব সচিব প্রকৌশলী চিন্ময় মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী চঞ্চল কুমার বিশ্বাস , ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান, ন্যাচারাল সায়েন্স ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইমরান শেখ, সহকারী রেজিস্ট্রার নাজমুল আলম, লেকচারার রেজাউল করিম, জুনিয়র লেকচারার সুজন আলী, মোঃ মনিরুজ্জামান সহ প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী চিন্ময় মজুমদার, পরীক্ষা কন্ট্রোলার মোঃ আবু হুরাইরা এবং সহকারী পরীক্ষা কন্ট্রোলার বুলবুল আহমেদ । ফলাফল সমন্বয়ের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মাহাবুব হোসেন। উল্লেখ্য আগামি ২৮ নভেম্বর , ২০১৮ মেধা বৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে চলতি সেমিস্টারের ক্লাব কার্যক্রম প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
DSC00367 DSC00365 DSC00361 DSC00355 DSC00349 DSC00346 DSC00332 DSC00317 DSC00311 DSC00307 DSC00305 DSC00298 DSC00292 DSC00288 DSC00285 DSC00284 DSC00281 DSC00278

বিটিসি’র নবীনবরণে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ বিটিসিতে অনুষ্ঠিত হয় নবীনবরণ উৎসব। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেয় কম্পিউটার তয় পর্বের শ্রাবনী আক্তার শিমু ও টেক্সটাইল ৩য় পর্বের সামিনা তাসনিম । এরপরই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, গার্মেন্টস ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন প্রবীন শিক্ষার্থীদের থেকে কম্পিউটার ৩য় পর্বের ইমন ও আবির। অনুষ্ঠানে পুষ্প, অভিনন্দন বার্তা আর অতিথিদের বক্তব্যে উজ্জীবিত ছিল নবীন শিক্ষার্থীরা।

বিটিসি হল রুমে অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরায়রা ও স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার শেখ শহিদুল হক । এছাড়াও আরও বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান মিরু খান, সিভিল অ্যান্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. শাহিন আক্তার, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী জি.এম ইসরাফিল ইসলাম।

প্রবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ৩য় পর্বের হোসেন চৌধুরী সবুজ ও টেক্সটাইল ৫ম পর্বের কেফায়েতুল্লাহ। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন কম্পিউটার ১ম পর্বের জি.এম.সালমান মোস্তফা, জান্নাতুল ফেরদৌস ও সাদিয়া সিদ্দিকা দৃষ্টি। সিভিল ১ম পর্বের মো: সাকিবুল হাসান ও উম্মে তামান্না, টেক্সটাইল ১ম পর্বের আসিফ ইকবাল এবং ইলেকট্রিক্যাল ১ম পর্বের আব্দুল্লাহ আল মামুন। দেশাত্ববোধক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ।

DSC00122 DSC00080 DSC00128 DSC00139 DSC00120 DSC00088 DSC00091 DSC00092 DSC00095 DSC00098 DSC00102 DSC00106 DSC00097 DSC00105 DSC00158

বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

বিনম্র শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)। শোক র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতির জনকের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।

দিবসের শুরুতেই ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। ১ম ক্যাম্পাস থেকে শোক র‌্যালি সহকারে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর এবং বিটিসি’র অধ্যক্ষ মো. আফজাল হোসেন।

পরে বিসিএমসি হল রুমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যলয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। সভাপতিত্ব করেন বিটিসি অধ্যক্ষ মো. আফজাল হোসেন।

আলোচনায় অংশ নেন বিসিএমসি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ কামরুল হাসান, প্রভাষক প্রকৌশলী মো. নাজমুল আলম, বিটিসির কম্পিউটার বিভাগের প্রভাষক প্রকৌশলী মাহমুদ হাসান ও সিভিল বিভাগের জুনিয়র লেকচারার মোছা. আইনুন নাহার। শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন বিসিএমসির সৈয়দ ইয়ামিন আলী, মো. রায়হানুল ইসলাম, হাবিবুন নাহার সামিয়া, শেখ রিদওয়ানুল মালিক এবং বিটিসির মো. আরাফাত ও হোসেন চৌধুরী সবুজ।

বিসিএমসিতে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নে শেখ হাসিনার অবদান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী গার্মেন্টস ৭ম পর্বের হাবিবুন নাহার সামিয়া, ইলেকট্রিক্যাল ৫ম পর্বের মো. সাকিবুর রহমান ও টেক্সটাইল ১ম পর্বের মো. মাহফুজুর রহমানকে পুরস্কৃত করা হয়। বিটিসি’র ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী কম্পিউটারের মো. হোসেন চৌধুরি সবুজ, টেক্সটইলের সামিনা তাসনিম ও সিভিলের মো. মেহেদী হাসানকে পুরস্কৃত করা হয়।

আলোচনার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু ও এদিনে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
39253340_2203657676522172_4087396367012462592_n 37161156_2203647309856542_2774328180616462336_n 38901049_2203647953189811_8116424991760711680_n 39102605_2203647889856484_2266664875885330432_n 39142024_2203648626523077_5400561400626020352_n 39142947_2203647563189850_3879299618063777792_n39159244_2203650019856271_2087117693676158976_n 39159251_2203649049856368_4564135254377365504_n 39190053_2203647703189836_689264864287260672_n 39245735_2203647483189858_5081371697613897728_o

বিটিসিতে শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, ‘শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের; আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাব সেই দক্ষতা অর্জনের সহায়ক। শিক্ষার্থীরা মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তোলে।’’

তিনি ১৪ মে ২০১৮ সকালে বিটিসি’র হলরুমে বৃত্তি প্রদান ও বিভিন্ন ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, পুরস্কার প্রদানের সময় এ সব কথা বলেন। চলতি সেমিস্টারে বিটিসি’র  শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ী ৩২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ  মোঃ আফজাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরায়রা, সিভিলের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ শাহিন আক্তার,  ছাত্র কল্যাণ কর্মকর্তা মোঃ শহিদুল হক । পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ২য়  পর্বের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন ও কম্পিউটার  ৬ষ্ঠ  পর্বের শিক্ষার্থী চাদনী বিশ্বাস। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন টেক্সটাইল ২য় পর্বের শিক্ষার্থী  মো. মেহেদি হাসান । প্রাণবন্ত এ অনুষ্ঠান   উপস্থাপনা করেন বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম যাদু ও সহকারী রেজিস্ট্রার  নাজমুন্নাহার।

DSC00031 DSC00021 DSC00024 DSC00029 DSC00034 DSC00039 IMG20180514094225 IMG20180514094316 IMG20180514094336 IMG20180514094343 IMG20180514094407 IMG20180514094423 IMG20180514094445 IMG20180514094522 IMG20180514094549 IMG20180514094638 IMG20180514094652 IMG20180514094725 IMG20180514094731 IMG20180514094750 IMG20180514094804 IMG20180514094812 IMG20180514094936

বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে অভিনয় ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে অভিনয় ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাদুর সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার  নাজমুন্নাহারের প্রাণবন্ত  উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ দুটি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

পৃথকভাবে অনুষ্ঠিত এ দুটি প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের মোঃ আশিক মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের রাকিব হোসেন এবং ২য় পর্বের মেহেদী হাসান। কবিতা আবৃতি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন টেক্সটাইল ৪র্থ পর্বের মোঃ কিফাতউল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় পর্বের রাকিব হোসেন এবং ২য় পর্বের মেহেদী হাসান। অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মোঃ নাজমুল আলম, সহকারী রেজিস্ট্রার মাহাবুব হোসেন ও সহকারী হিসাব রক্ষক ভগিরত কুমার পাল।  কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, প্রকৌশলী চিন্ময় মজুমদার ও প্রভাষক মোঃ রেজাউল করিম।

ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন জুনিয়র লেকচারার আজম আলি।

DSC00009 DSC00011 DSC00014 DSC00016 DSC00022 DSC00026 DSC00027 DSC00031 DSC00034 DSC00037 DSC00046 DSC00003

বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি ডিবেটিং ক্লাবের আয়োজনে  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “উন্নত দেশে পদাপর্নের একমাত্র হাতিয়ার কারিগরি শিক্ষা”।

ক্লাব সভাপতি প্রকৌশলী চিন্ময় মজুমদারের সভাপতিত্বে ও  জাহিদুল ইসলাম জাদুর উপস্থাপনায়  অনুষ্ঠিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি কলেজ অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরাইরা। এসময় ক্লাব সচিব আজম আলিসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।অত্যন্ত প্রাণবন্ত এ প্রতিযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে । এ বিতর্ক  প্রতিযোগিতায় পক্ষ দল চাম্পিয়ন হয় । চাম্পিয়ন দলের সদস্যরা হলেন যথাক্রমে মোঃ আরাফাত হোসেন, মোঃ আফ্রিদি হোসেন এবং হোসেন চৌধুরি সবুজ । বিজিত দলের সদস্যরা হলেন যথাক্রমে মোঃ কিফাতউল্লাহ, আশিক মিয়া এবং সামিনা তাসনিম। ।চাম্পিয়ন দলের মোঃ আরাফাত হোসেন শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী রেজিস্ট্রার মোঃ নাজমুল আলম, প্রভাষক মোঃ রেজাউল করিম এবং সহকারী রেজিস্ট্রার  নাজমুন্নাহার। উক্ত বিতর্ক প্রতিযোগিতায়  ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন কম্পিউটার বিভাগের প্রধান প্রকৌশলী জি এম ইসরাফীল ইসলাম।

DSC00004 DSC00006 DSC00012 DSC00013 DSC00017 DSC00020 DSC00021 DSC00026 DSC00028 DSC00036 DSC00040 DSC00046 DSC00055 DSC00063 DSC00068 DSC00070 DSC00008