গভীর শ্রদ্ধাভরে বিটিসিতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত।
বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির বলেন, জাতির জনকের হত্যার মাধ্যমে বাঙ্গালি জাতি ও এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে তৎপর হয়েছিল স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক শক্তি। একটি সদ্য স্বাধীন দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার যে ষড়যন্ত্র সেদিন শুরু হয়েছিল, বাংলাদেশের উন্নয়নের এই জোয়ার দেখে তারা এখনো সক্রিয় রয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করে ক্ষুধা  ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাঙ্গালিকে কখনো দাবায়ে রাখা যাবে না সে যতই কুচক্রিরা চেষ্টা করুক না কেন। একজন বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে তার আদর্শকে হত্যা করতে পারেনি।
আজ সকাল বিটিসি’র হল রুমে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার জন্য সবাইকে পাকিস্তানি পরাজিত শক্তির বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শিক্ষার্থীদের কে দেশ সেবায় কাজ করার কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন, সোস্যাল সায়েন্স ও রিলেটেড সাবজেক্টস্ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আফজাল হোসেন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম পর্বের ছাত্রী চাঁদনী বিশ্বাস, ১ম পর্বের ছাত্র হোসেন চৌধুরী সবুজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম পর্বের ছাত্র আসিফ আক্তার।

অনুষ্ঠানের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণ কারিদের শান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হুরায়রা।
এর আগে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী মিলিত শোক র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পনে নেতৃত্ব দেন কলেজ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আশরাফুল কবির এবং অধ্যক্ষ এসকে এম তহীদুজ্জামান। এসময় সকল শিক্ষক-শিক্ষার্থী সাথে ছিলেন।

6

20776552_2000605160160759_7154673207912547862_o

2

4

16

3