Category Archives: News

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ক্যাম্পাসে স্থপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, দোয়া ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এর যৌথ উদ্যোগে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ই মার্চের ভাষণকে কোন যুগের ফ্রেমে বেঁধে রাখার সুযোগ নেই। এ ভাষণ সব যুগকে উজ্জীবিত করে। বিশ্বরাজনীতিতেও এ ভাষণ সমান প্রাসঙ্গিক।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন মেরিন অ্যান্ড মেকানিক্যাল বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, ন্যাচারাল সাইন্স বিভাগের প্রধান ইমরান শেখ, বিটিসির টেক্সাটইল বিভাগের জুনিয়র লেকচারার রাজ কুমার দত্ত। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ৭ম পর্বের সজিব হোসেন, লামিয়া তাবাচ্ছুম, টেক্সটাইল ১ম পর্বের ওবাইদুর অনিক, তনিমা খাতুন।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার শুরু হয়। পরে বিসিএমসি ক্যাম্পাসে স্থপিত জাতির জনকের প্রতিকৃতিতে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিএমসি কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর। তারপর বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকেও অনুরূপ শ্রদ্ধা নিবদেন করা হয়।
পরে বিসিএমসি হল রুমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
ভাষণ প্রতিযোগিতায় ১ম টেক্সটাইল ১ম পর্বের মেহজাবিন আহমেদ, ২য় পর্বের ওবাইদুর অনিক ও ৩য় স্থান অধিকারী ৭ম পর্বের লামিয়া তাবাচ্ছুমকে পুরস্কৃত করা হয়।1 2 3 4

বিটিসি ও বিসিএমসি’তে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিটিসি ও বিসিএমসি’তে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা, বাংলাদেশ, ৫২, ৭১ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মত মৌলিক চেতনাগুলোর সাথে কোন সমঝতা বা আপোষ চলবে না। এসব চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বাংলার প্রতি আমাদের চেতনা থাকবে কিন্তু বিদেশি ভাষাকে অস্বীকার করে নয়। বিশ্বের সাথে তাল মেলাতে ইংরেজি ভাষা শিখতেই হবে। আমরা বলি জীবনের জন্য বাংলা জীবিকার জন্য ইংরেজি।
বিসিএমসি রেজিস্ট্রার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন মেরিন অ্যান্ড মেকানিক্যাল বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, ইঞ্জিনিয়ার লিমন হোসেন, বিটিসির সিভিল বিভাগের প্রধান ফয়সাল হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টেক্সটাইল ৭ম পর্বের সাইফ আহমেদ, কম্পিউটার ৪র্থ পর্বের প্রীতি আক্তার লিতু, টেক্সটাইল ১ম পর্বের ওবায়দুর অনিক।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি শহীদ মিনারে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । পরে বিসিএমসি শহীদ মিনারে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও জাহিদুল ইসলাম যাদু।
অনুষ্ঠানে “২১ আমার প্রথম অর্জন, ২১ আমার চেতনা” শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী টেক্সটাইল ১ম পর্বের মেহজাবিন আহমেদ (১ম), কম্পিউটার ৪র্থ পর্বের প্রীতি আক্তার লিতু (২য়), সিভিল ৮ম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা (৩য়) কে পুরস্কৃত করা হয়।1 2 3

একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীদের মিলনমেলা বিসিএমসি কলেজে

419784859_694035119517115_5529054389675280691_n 419788547_694035172850443_1403786510262820635_n 419792098_694035736183720_5978390237374566216_n 419824704_694035279517099_6107761476831227042_n 419827472_694035896183704_2204801615861907214_n 419827478_694035429517084_5946350651435395593_n 419830705_694035559517071_3451565252380621870_n 419831137_694034852850475_2312353603946608084_n 419831286_694034792850481_5994377336921447280_n 419831447_694034829517144_688575840446858925_n 419836599_694034822850478_6114945761145536913_n 419837718_694035529517074_4566634409592676722_n 419840216_694035689517058_1130260838202722757_n 419840624_694035319517095_7139694099107936530_n 419846343_694035086183785_2818387409737377240_n 419846764_694035439517083_4192645014682319612_n 419852981_694034746183819_5821806980382043421_n 419852988_694034839517143_2905608939676845049_n 419853037_694034962850464_4182398639849879384_n 419855688_694035139517113_772937606045327369_n 419855730_694034639517163_6135410691143385243_n 419856092_694034766183817_8685359983110097677_n 419861964_694035572850403_5414054632311795418_n 419862195_694035402850420_5286907863722776132_n 419866168_694034889517138_1497494478082042813_n 419866179_694035719517055_5235530272535825459_n 419873970_694035829517044_5089490472185109438_n 419886069_694035309517096_6980642535948088318_n
একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীদের মিলনমেলা বিসিএমসি কলেজে
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজে ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৪ জানুয়ারি ২০২৪ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা জানালেন কলেজের প্রথম দিনের আবেক, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, বিটিসির টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিসিএমসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।
নতুন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, কম্পিউটারের মেহেদী হাসান, ইলেকট্রিক্যালের ইসমাইল হোসেন, কম্পিউটারের নওরিন জাহান, ইলেকটিক্যালের শেখ গোলাম আহাদ, কম্পিউটারের আল আমিন হুসাইন পর্বত ও সালমান পারভেজ সাজিন, সিভিলের মো. ইনফাদ মোল্যা, সিজানুল ইসলাম, মুনিয়া আক্তার কাজল, মাজিদ ইমলাম ও সিকদার সিয়াম, টেক্সটাইলের ফারজানা আক্তার বর্ষা।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

418730918_691835146403779_8553774076933741904_n

রশিদুল হক উপবৃত্তির তালিকা

Rashidul Haque Bitte Student List 12-03-2020

নিজস্ব শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মাহাবিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এবং বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মাহাবিদ্যালয় যৌথভাবে এই কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা, বাংলাদেশ, ৫২, ৭১ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মত মৌলিক চেতনাগুলোর সাথে কোন সমঝোতা বা আপোষ চলবে না। এসব চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একদিন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আবু হুরাইরা। বক্তব্য রাখেন বিটিসির ইইটি ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড প্রকৌশলী এস এম বুলবুল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড মো. ফয়সাল হোসেন । বিসিএমসি সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়–য়া, লেকচারার প্রকৌশলী অমৃতা প্রীতম প্রাপ্তি ও প্রকৌশলী আব্দুল্লাহ বিন আজিজ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিটিসির কম্পিউটার ৪র্থ পর্বের তনিমা তাসমিন তন্বী, টেক্সটাইল ৬ষ্ঠ পর্বের আশিক মিয়া, বিসিএমসি’র কম্পিউটার ৪র্থ পর্বের নিলুফার ইয়াসমিন নীলা, সিভিল ৪র্থ পর্বের কালিম আহমেদ রায়হান, কম্পিউটার ২য় পর্বে অংকন সাহা, টেক্সটাইল ৪র্থ পর্বের স্বর্ণালী সমাদ্দার, টেক্সটাইল ৬ষ্ঠ পর্বের আসিফ ইকবাল।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরে বিসিএমসি শহীদ মিনারে বাংলাদেশ টেকনিক্যাল কলেজের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও কলেজটির পরিচালক প্রকৌশলী এস এম রেজাউল কবীর, কলেজের অধ্যক্ষ মো. আবু হুরাইরাসহ সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে বিসিএমসি হল রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিসিএমসি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মো. মাহবুবুর রহমান। আলোচনায় শিক্ষক, ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিসিএমসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও বিটিসি সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম যাদু।
আলোচনা শুরুর পূর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । “ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু” এ বিষয়ে রচনা লিখে বিসিএমসি’র কম্পিউটার ২য় পর্বের অংকন সাহা ১ম, কম্পিউটার ২য় পর্বের জ্যোতি রায় ২য় ও কম্পিউটার ৪র্থ পর্বের নিলুফার ইয়াসমিন নিলা ৩য় স্থান লাভ করেন। বিটিসি’র রচনার বিষয় ছিল ““ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু” এ বিষেয় ১ম হন সিভিল ৬ষ্ঠ পর্বের মেহেদী হাসান পান্না, ২য় টেক্সটাইল ২য় পর্বের মোছা. নাসরিন আক্তার ও ৩য় কম্পিউটার ৪র্থ পর্বের তনিমা তাসমিন তন্নী।
_DSC0059 _DSC0067 _DSC0066 _DSC0070 _DSC0141 _DSC0135 _DSC0134 _DSC0133 _DSC0131 _DSC0129 _DSC0127 _DSC0125 _DSC0124 _DSC0120 _DSC0087 _DSC0083 _DSC0081

বিটিসিতে বিজয় দিবস ২০১৯ উদযাপন

বিটিসিতে বিজয় দিবস ২০১৯ উদযাপন
মহান বিজয় দিবস ২০১৯ এ শোভাযাত্রা, বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্বার্ঘ অর্পণ করে বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি)।
মহান বিজয় দিবস বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং বাংলাদেশ টেকনিক্যাল কলেজের যৌথভাবে আয়োজিত হয় দোয়া ও মোনাজাত সহ সকল অনুষ্ঠান ।

মহান বিজয় দিবস ২০১৯ এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন অত্র কলেজের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল বড়–য়া, প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর ও বিশেষ অতিথি ছিলেন বিটিসি অধ্যক্ষ মো. আবু হুরায়রা।
মহান বিজয় দিবস ২০১৯ এ বাংলাদেশ টেকনিক্যাল কলেজের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

_DSC0133 IMG_20191216_082153 IMG_20191216_082142_1 (1) IMG_20191216_081945 _DSC0167 _DSC0129 _DSC0119 _DSC0111

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব মো: আফজাল হোসেন কে বিদায় ও নতুন অধ্যক্ষ হিসাবে জনাব মো. আবু হুরায়রা স্যারকে সংবর্ধনা জানানো হয়।

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব মো: আফজাল হোসেন কে বিদায় ও নতুন অধ্যক্ষ হিসাবে জনাব মো. আবু হুরায়রা স্যারকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান এবং অনুভুতি প্রকাশের মাধ্যমে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান জনাব মো. ইমরান শেখ, প্রকৌশলী চিন্ময় মজুমদার, প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক ও প্রকৌশলী এস এম বুলবুল আহম্মেদ। শিক্ষকদের মধ্যে জনাব মো. নাজমুল আলম, জনাব মো. মাহবুব হোসেন, জনাব রাজ কুমার দত্ত, ও এস কে শহিদুল হক।অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব মো. জাহিদুল ইসলাম।
বিদায়ী অধ্যক্ষ জনাব মো. আফজাল হোসেন সবার মাঝে নানা রকম দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। নতুন অধ্যক্ষ হিসাবে জনাব মো. আবু হুরায়রা স্যার দায়িত্ব গ্রহন করেন।তিনি নতুন দায়িত্ব পালনে সকলের কাছে সর্বাত্বক সহযোগিতা কামনা ও দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।
সর্বশেষে চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বিদায়ী অধ্যক্ষ সাহেব এর সুন্দর জীবন কামনা করেন এবং নতুন অধ্যক্ষ মহোদয়কে বিটিসি কলেজকে নতুন কৌশলের মাধ্যমে এগিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন ও বিদায় অধ্যক্ষকে ফুলেল সংবর্ধনা জানান। পরিশেষে সকলের দীর্ঘায়ূ কামনা ও মিষ্টি বিতনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

9 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বিটিসিতে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও শিক্ষা সহায়ক ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান

বাংলাদেশ টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেছেন, “শুধু বই মানুষকে পূর্ণাঙ্গ শিক্ষিত করতে পারে না, এ জন্যে দরকার বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনের আর বিভিন্ন শিক্ষা সহায়ক ক্লাবের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা। শিক্ষার্থীরা মেধাবৃত্তির মাধ্যমে বইয়ে তার দখল যেমন প্রমান করে তেমনি শিক্ষা সহায়ক ক্লাবের পুরস্কার অর্জনের মাধ্যমে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়িয়ে তোলে”। ২৫ আগস্ট ২০১৯ সকালে বিটিসি’র হলরুমে বৃত্তি প্রদান ও বিভিন্ন ক্লাব কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক, সনদ প্রদানের সময় তিনি এ সব কথা বলেন। চলতি সেমিস্টারে বিটিসি’র শিক্ষা সহায়ক কার্যক্রম প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. ইমরান শেখ, হেড ডিপার্টমেন্ট অব ন্যাচারাল সাইন্স, কম্পিউটার বিভাগীয় প্রধান প্রকৌশলী চিন্ময় মজুমদার, প্রকৌশলী চঞ্চল কুমার বিশ্বাস, হেড ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী এস এম বুলবুল আহম্মেদ, হেড ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হুরাইরা, ।

পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন টেক্সটাইল ৫ম পর্বের শিক্ষার্থী মো. আশিক মিয়া, কম্পিউটার ৫ম পর্বের আফ্রিদি হোসেন, কম্পিউটার ৫ম পর্বের হোসেন চৌধুরী সবুজ, কম্পিউটার ৩য় পর্বের তনিমা তাসমিন তন্নী, কম্পিউটার ১ম পর্বের তৌহিদুজ্জামান অপি, কম্পিউটার ১ম পর্বের সাদিয়া সুলতানা ও কম্পিউটার ১ম পর্বের আব্দুল্লাহ আল রাফিম। অনুষ্ঠানে কোরআন তোলোয়াত করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান ।

প্রাণবন্ত এ অনুষ্ঠান উপস্থাপনা করেন অত্র কলেজের অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা ও বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাব সভাপতি মো. জাহিদুল ইসলাম।

 

5 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ সকালে বিটিসির হলরুমে বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের আয়োজনে আবৃত্তি, সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাব সচিব মো. জাফর ইকবাল এর প্রাণবন্ত উপস্থাপনায় পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি মো. আবু হুরায়রা পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসি লিটারেচার এন্ড কালচারাল ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম । কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের তনিমা তাসমিন তন্নী, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মোঃ হোসেন চৌধুরী সবুজ ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের তৌহিদুজ্জামান অপি। সঙ্গীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের আমিনা আইরিন নাহার, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের জি.এম সালমান ও ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের উম্মে তামান্না। অভিনয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় পর্বের তনিমা তাসমিন তন্নী, ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের আব্দুল্লাহ আল রাফিম ও ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৫ম পর্বের মো: হোসেন চৌধুরী সবুজ। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনাব নাজমুল আলম, আইনুন নাহার ও প্রকৌশলী চিন্ময় মজুমদার। সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অমিত কুমার মল্লিক, প্রকৃতি মজুমদার ও মাহাবুব হোসাইন। অভিনয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রকৌশলী মাহমুদুল হাসান মিরু খান, হাসিবুর রহমান ও সাঈদ বিন রহমান। ফলাফল সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. মাসুদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মো: জাফর ইকবাল।

 

5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31